এখন পড়ছেন
হোম > অন্যান্য > নেপোলিয়ান থেকে দলাই লামা, ভারতের পতাকা থেকে হ্যারি পটার – সোনায় বাঁধা ইতিহাসের খোঁজ একনজরে

নেপোলিয়ান থেকে দলাই লামা, ভারতের পতাকা থেকে হ্যারি পটার – সোনায় বাঁধা ইতিহাসের খোঁজ একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ ২১শে জুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৭৯৮ সালে এই দিনে নেপোলিয়ন বোনাপার্টে মিশরের বিরুদ্ধে জয় লাভ করেছিলেন।

২. ১৮৬৬ সালে এই দিনে কোলেরায় ইংল্যান্ডে শতাধিক মানুষ মারা গেছিলেন।

৩. ১৯৪৭ সালে এই দিনে ইন্দোনেশিয়ায় প্রথম রাজনৈতিক নির্বাচন সংগঠিত হয়।

৪. ১৯৫১ সালে এই দিনে দালাই লামা তিব্বতে ফিরে যান।

৫. ১৯৬২ সালে আজকের দিনে চীন – ভারতের যুদ্ধ শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. ২০০৭ সালে আজকের দিনেই রাওলিংয়ের হ্যারি পটার সিরিজের শেষ পার্ট, ” হ্যারি পটার এন্ড দ্যা ডেডলি হলোজ” প্রকাশিত হয়। বইটি বেস্ট সেলার হয়।

৭. ১৯৪৭ সালে আজকের দিনেই সাংবিধানিক ভাবে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা রূপে স্বীকৃতি পায়।

৮. ১৯০৬ সালে এই দিনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট উমেশ চন্দ্র ব্যানার্জি প্রয়াত হন।

৯. ১৯৭৭ সালে এই দিনে সঞ্জীবা রেড্ডি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

১০. ১৯৮৮ সালে আজকের দিনে ভারতের সেটেলাইট ইনস্যাট ১সি মহাকাশে যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!