এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলায় উপনির্বাচন – একনজরে কালিয়াগঞ্জের রাজনৈতিক ইতিহাস ও ভোটব্যাঙ্কের হিসেব

বাংলায় উপনির্বাচন – একনজরে কালিয়াগঞ্জের রাজনৈতিক ইতিহাস ও ভোটব্যাঙ্কের হিসেব


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – ক্রমশ জমজমাট হচ্ছে বাংলার ৩ আসনের উপনির্বাচনের রাজনৈতিক চিত্রপট! মাঝে কদিন উৎসবের জন্য বাংলার টানটান উত্তেজনাপূর্ন রাজনৈতিক আবহ যেন একটু থিতিয়ে পড়েছিল! কিন্তু, পুজো মিটতে না মিটতেই রাজ্যের ৩ আসনের উপনির্বাচন ঘোষণা হয়ে যেতেই – আবার বঙ্গ-রাজনীতি স্বমহিমায়! বাজিমাত করবে কে – তৃণমূল না বিজেপি? কোন আসনে কে প্রার্থী হবেন? বা, বাম-কংগ্রেস জোট হবে কিনা – এই সব নিয়েই চায়ের কাপে উঠছে তুফান!

আর, সেই আবহেই এবার আমরা তুলে ধরব রাজ্যের যে ৩ আসনে উপনির্বাচন হতে চলেছে, সেখানকার রাজনৈতিক ইতিহাস ও ভোটব্যাঙ্কের হিসেব। প্রথমেই, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ –

রাজনৈতিক মানচিত্র –
কালিয়াগঞ্জ পুরসভা, কালিয়াগঞ্জ ব্লক ও রায়গঞ্জ ব্লকের বরুয়া ও বীরঘাই গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই বিধানসভা। এই আসনটি এসসি সংরক্ষিত।
বুথ সংখ্যা – ২৭০
পুরুষ ভোটার – ১,৩৯,৪৪৪
মহিলা ভোটার – ১,২৯,৩২৩
তৃতীয় লিঙ্গ – ৮
মোট ভোটার – ২,৬৮,৭৭৫

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধায়কের ইতিহাস –
১৯৬২ – শ্যামাপ্রসাদ বর্মন (কংগ্রেস)
১৯৬৭ – শ্যামাপ্রসাদ বর্মন (কংগ্রেস)
১৯৬৯ – শ্যামাপ্রসাদ বর্মন (কংগ্রেস)
১৯৭১ – দেবেন্দ্রনাথ রায় (কংগ্রেস)
১৯৭২ – দেবেন্দ্রনাথ রায় (কংগ্রেস)
১৯৭৭ – নবকুমার রায় (কংগ্রেস)
১৯৮২ – নবকুমার রায় (কংগ্রেস)
১৯৮৭ – রমণীকান্ত দেবশর্মা (সিপিআইএম )
১৯৯১ – রমণীকান্ত দেবশর্মা (সিপিআইএম )
১৯৯৬ – প্রমথনাথ রায় (কংগ্রেস)
২০০১ – প্রমথনাথ রায় (কংগ্রেস)
২০০৬ – ননীগোপাল রায় (সিপিআইএম)
২০১১ – প্রমথনাথ রায় (কংগ্রেস)
২০১৬ – প্রমথনাথ রায় (কংগ্রেস)

ভোটব্যাঙ্কের পরিবর্তন –
২০১৪ সালের লোকসভা নির্বাচন –
তৃণমূল – ৩৮,৩০৯
বিজেপি – ৩২,৭৫৩
বামফ্রন্ট – ৫৮,৫৮১
কংগ্রেস – ৫৭,১৫২

২০১৬ সালের বিধানসভা নির্বাচন –
তৃণমূল – ৬৬,২৬৬
বিজেপি – ২৭,২৫২
বামফ্রন্ট + কংগ্রেস – ১,১২,৮৬৮

২০১৯ সালের লোকসভা নির্বাচন –
তৃণমূল – ৬২,১৩৩
বিজেপি – ১,১৮,৮৯৫
বামফ্রন্ট – ১৯,২৪০
কংগ্রেস – ১৮,৫৬১

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!