এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ইতিহাসের উক্তি উঠে এল খবরের শিরোনামে! বিতর্কিত পোস্টে উত্তাল দেশ!

ইতিহাসের উক্তি উঠে এল খবরের শিরোনামে! বিতর্কিত পোস্টে উত্তাল দেশ!


1939 সালে ব্রিটিশ লেখক ফিলিপ স্প্রার্ট লিখেছিলেন, “গুজরাট অর্থনৈতিকভাবে এগিয়ে, কিন্তু সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে। বাংলা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, কিন্তু সংস্কৃতিতে অনেক এগিয়ে।” কিন্তু ব্রিটিশ লেখকের 80 বছর আগের লেখা সেই উক্তি এবার উত্তাল করে দিল ভারতীয় রাজনীতিকে।

সূত্রের খবর, বিশিষ্ট লেখকের এই উক্তি বৃহস্পতিবার টুইট করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। আর তারপরই রীতিমত বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশজুড়ে। জানা গেছে, বৃহস্পতিবার রামচন্দ্র গুহ এই লেখাটি টুইট করতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত শোরগোল পড়ে যায়। অনেকেই এই পোস্টের বিরোধিতা করতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় গুজরাটের মুখ্যমন্ত্রীর বিজয় রুপানিকে।

এদিন তিনি পাল্টা টুইট করে বলেন, “আগে ব্রিটিশরা ভারতবাসীদের বিভক্ত করে শাসন করার চেষ্টা করেছিল। আর এখন একজন বড়লোক ভারতীয়দের বিভক্ত করতে চায়। ভারতীয়রা এই জাতীয় ট্রিক্সের পাল্লায় পড়বে না। গুজরাট ভালো, বাংলাও ভালো। ভারত ঐক্যবদ্ধ। আমাদের সাংস্কৃতিক ভিত্তি শক্তিশালী, আমাদের অর্থনৈতিক আকাঙ্ক্ষাও বেশি।” এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী রামচন্দ্র গুহর নাম না করে কটাক্ষ করার পরেই পাল্টা ময়দানে নামেন সেই রামচন্দ্র গুহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “তিনি এই লাইনগুলো শেয়ার করেছেন মানেই যে তিনি তাকে সমর্থন করেন, এমনটা নয়। গুজরাটকে অবশ্যই নিরাপদ হাতে থাকতে হবে।” আর বর্তমান পরিস্থিতিতে সংকটের মুহূর্তে রামচন্দ্র গুহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর এই পোস্ট, পাল্টা পোস্টে যখন রীতিমত উত্তেজনা ছড়িয়েছে, ঠিক তখনই ময়দানে নামতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে।

যেখানে রামচন্দ্র গুহর তরফ থেকে করা সেই উক্তিটি তুলে ধরে পোল্যান্ডে এখনও গুজরাটের এক রাজাকে সম্মান জানানো হয় বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এর পরেই রামচন্দ্র গুহ আবার সোশ্যাল মিডিয়ায় সরব হন। যেখানে তিনি লেখেন, “আমি ভেবেছিলাম শুধুমাত্র গুজরাটের মুখ্যমন্ত্রী আমার টুইট নিয়ে ভাবিত। এখন তো দেখছি দেশের অর্থমন্ত্রীরও একই অবস্থা।” আর পোস্ট, পাল্টা পোস্টে বর্তমান সময়ে রীতিমতো উত্তেজনা তীব্র হয়েছে।

এক ইতিহাসবিদের দুই রাজ্যকে নিয়ে করা পোস্টের পর বিতর্কিত মন্তব্য হিসেবে ধরে নিয়ে যেভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের অর্থমন্ত্রী তার বিরুদ্ধে সরব হলেন, তাতে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!