এখন পড়ছেন
হোম > অন্যান্য > জেনে নিন ইতিহাসের পাতা উল্টে, কি কি ঘটেছিলো আজকের দিনে !

জেনে নিন ইতিহাসের পাতা উল্টে, কি কি ঘটেছিলো আজকের দিনে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৯ই জুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৫৯৫ সালে এই দিনে বিখ্যাত জ্যোতির্বিদ জোহানেস কেপলার তার তত্ত্বের জন্ম দিয়েছিলেন।

২. ১৬৭৪ সালে এই দিনে হল্যান্ডের আদালত হবস,স্পিনোজা এবং মেয়ার-এর গ্রন্থ নিষিদ্ধ ঘোষণা করে।

৩. ১৮৬৭ সালে এই দিনে ডাচ রেড ক্রসের স্থাপনা হয়েছিল।

৪. ১৯৪০ সালে এই দিনে হিটলার ব্রিটেনকে আত্মসমর্পন করতে আদেশ দেন

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৯৪১ সালে এই দিনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, চার্চিল ” ভি ফর ভিক্ট্রি” ক্যাম্পেইন শুরু করেন।

৬. ১৯৪১ সালে এই দিনেই বিখ্যাত “টম অ্যান্ড জেরি” কার্টুনের সূচনা হয়।

৭. ১৯৫৫ সালে আজকের দিনে ভারতের বিখ্যাত ক্রিকেটের রজার বিনির জন্ম হয়।

৮. ১৭৬৩ সালে এই দিনে বৃটিশরা মীর কাশেমকে কাটোয়ার যুদ্ধে পরাজিত করে।

৯. ১৯৪৯ সালে এই দিনে তেহরি গারওয়ালের রাজা ভারতে যোগদানের ঘোষণা করেন।

১০. ১৯৬৯ সালে আজকের দিনে ভারত সরকার ১৪টি বেসরকারি ব্যাঙ্ককে রাষ্ট্রায়ত্ত করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!