এখন পড়ছেন
হোম > জাতীয় > হোলি বন্ধ, বাস স্ট্যান্ড, স্টেশন, বিমান বন্দরে চলবে করোনা টেস্ট

হোলি বন্ধ, বাস স্ট্যান্ড, স্টেশন, বিমান বন্দরে চলবে করোনা টেস্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লিতে ক্রমাগত বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি দিল্লিতে দৈনিক করোনা সংক্রমণ ১০০০ এর গণ্ডি অতিক্রম করেছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ডিসেম্বর মাসের পর যা দেখা যায়নি। এবার দিল্লিতে করোনা রোধে বিশেষ উদ্যোগ নিল দিল্লি সরকার। দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর হোলি খেলা যাবে না, হোলির কোনো অনুষ্ঠানও করা যাবে না। সেইসঙ্গে শবেবরাত, নবরাত্রির মত অনুষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রকাশ্যে জমায়েত একেবারেই করা যাবে না। সেইসঙ্গে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, বিমানবন্দরে যাত্রীদের করোনা টেস্ট করাতে হবে। করোনা সংক্রমণ রোধে বারবার সতর্ক করছে প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সমস্ত জায়গায় কড়া নজর রাখতে চলেছেন এবার থেকে।

দিল্লি সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, যারা কাজের প্রয়োজনে দিল্লি থেকে অন্য কোন জায়গায় যাতায়াত করছেন, তাদেরকে করোনা পরীক্ষা করাতে হবে। যে সব বেসরকারি বাসস্ট্যান্ডে বেশি ভিড় হয়, সেখানে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। যেসব রাজ্যে করোনার সংক্রমণ বেশি মাত্রায় রয়েছে, সেখান থেকে কেউ দিল্লিতে এলে, তাদের আবশ্যিকভাবে করোনা পরীক্ষা করাতে হবে। আবার দিল্লির শপিংমল, বাজার এলাকাগুলোতেও বিশেষভাবে নজরদারি চালাবে পুলিশ, প্রশাসন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!