এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল! শনিবার বহু স্কুলে ছুটি ঘোষণা প্রশাসনের – জানুন বিস্তারিত

আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল! শনিবার বহু স্কুলে ছুটি ঘোষণা প্রশাসনের – জানুন বিস্তারিত


আবার বঙ্গবাসীকে আতঙ্কিত করে ধেয়ে আসছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। ফলে আবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পড়েছে বুলবুল। আর তারফলে, আজ থেকেই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের অবস্থান দেখে আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা রবিবার দুপুরের আগেই তা আছড়ে পড়তে চলেছে স্থলভাগে।

এখনো পর্যন্ত যে গতিপথের দিশা পাওয়া যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি কোথাও এই ঝড় আছড়ে পড়তে চলেছে। প্রায় ১৩৫ কিমি বেগে উপকূল এলাকায় আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। এরফলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই ক্রমশ আবহাওয়ার অবনতি হতে শুরু করে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়াবিদদের মতে আজ বিকেল বা সন্ধ্যে থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করলেও এর প্রভাব সব থেকে বেশি থাকবে শনি ও রবিবার। আগামী সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কোনোরকম ঝুঁকি না নিয়ে শনিবার কলকাতা, দুই ২৪ পরগণা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা সংসদ। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

এই ঘূর্ণিঝড়ের দাপট নিয়ে চিন্তিত কেন্দ্রও – ইতিমধ্যেই, কেন্দ্র সরকারের তরফে বাংলা, ওড়িশা ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে প্রশাসনিক স্তরে বৈঠক করে, এই ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে, মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে মানা করার পাশাপাশি, দীঘা, মন্দারমনি-সহ অন্যান্য সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের সমুদ্রে নামতেও মানা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!