এখন পড়ছেন
হোম > জাতীয় > হলো না বঙ্গ জয়, কিন্তু জীবনযুদ্ধে বড়সড় জয় পেলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা

হলো না বঙ্গ জয়, কিন্তু জীবনযুদ্ধে বড়সড় জয় পেলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ জয় করার বিশেষ দায়িত্ব ছিল যে সমস্ত বিজেপির হেভিওয়েট নেতার কাঁধে, তাঁদের মধ্যে অন্যতম হলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন। প্রচারের আলোতে তিনি খুব একটা আসতেন না। প্রচারের আলো থেকে কিছুটা দূরে থেকে দলের কাজ করতেন তিনি। সাংগঠনিক নেতা হিসেবে যথেষ্ট খ্যাতি তাঁর। ২০১৮ সালে থেকে তিনি বাংলার দায়িত্বে এসেছিলেন। ২০১৯ এ বড় সাফল্য পেয়েছিলেন। কিন্তু ২০২১ এ সাফল্য পাননি। অনেকদূর এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বড়সর পরাজয় হয়েছে বিজেপির। কিন্তু এরপর জীবনযুদ্ধে একটি বড়সড় জয় পেলেন অরবিন্দ মেনন। সংসার জীবনে প্রবেশ করলেন তিনি।

গতকাল কেরালার গুরুবায়ু মন্দিরে গিয়ে বিয়ে করলেন অরবিন্দ মেনন। নিজের গার্হস্থ্য জীবনে প্রবেশের কথা টুইট করে জানালেন তিনি। সকলের আশীর্বাদ চাইলেন। আবার, বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবিও তিনি পোস্ট করলেন। যদিও বিয়েতে তিনি বিজেপির কোন কেন্দ্রীয় নেতৃত্বকে বলেন নি, বলেই জানা যাচ্ছে। একান্ত নিরালায় বিবাহ কার্য সম্পন্ন করতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫৫ বছর বয়স্ক বিজেপির এই নেতা। জানা গেছে, কেরলের মানুষ হলেও পরিষ্কার বাংলা বলতে পারেন তিনি। রাজ্যের দায়িত্ব পাওয়ার পর বাংলাটা তিনি ভালোভাবে রপ্ত করেছিলেন। এছাড়া মালায়ালাম, ভোজপুরি, হিন্দি, ইংরেজি ভাষাতেও তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। আরএসএসের সূত্র ধরেই তিনি রাজনীতিতে পদার্পণ করেছিলেন। অল্পদিনেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হবার আগে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাটের পর্যবেক্ষক থেকেছেন তিনি। দিল্লিতেও বিধানসভা নির্বাচনের সময় বিশেষ দায়িত্ব পালন করেছিলেন তিনি। একাধিক স্থানে সাফল্য এলেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার সাফল্য আসেনি। এর পর পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছেন তিনি। এক কথায়, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানো সম্ভব হয়নি তাঁর। কিন্তু নিজের বিয়ের ফুল ফোটাতে পেরেছেন তিনি। রাজনীতির জগত ছাড়াও সংসার জীবনে প্রবেশ করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!