এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুত্র জয় শাহকে নিয়ে অমিত শাহের ঘুম ওড়াতে চলেছে তৃণমূল? হেভিওয়েট সাংসদ দিলেন বড়সড় ইঙ্গিত!

পুত্র জয় শাহকে নিয়ে অমিত শাহের ঘুম ওড়াতে চলেছে তৃণমূল? হেভিওয়েট সাংসদ দিলেন বড়সড় ইঙ্গিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। পাশাপাশি আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গড়বে বলেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য। আর এবার বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস।

যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র মিথ্যার ওপর ভিত্তি করে বক্তব্য রেখে গেলেন বলে দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। স্বভাবতই অমিত শাহ রাজ্যে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করার পরবর্তী সময় কালে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে তার বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করা হল, তাতে এখন থেকেই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে শাসক-বিরোধী তরজা চরমে উঠতে শুরু করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় নিউটাউনে সাংবাদিক বৈঠকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই সাংবাদিক বৈঠক করে সেই অমিত শাহের বক্তব্যকে খন্ডন করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রসঙ্গ টেনে এনে শুখেন্দুশেখর রায় বলেন, “কোনো তথ্য প্রমাণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেন কেন? আমরা জানতে চাই, হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হওয়ার জন্য জয় শাহের কাছে কি যাদুমন্ত্র ছিল?”

আর এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী “মিথ্যার বেসাতি” করছেন বলে দাবি করেন এই তৃণমূল সাংসদ। তিনি বলেন, “শুধুমাত্র মিথ্যা বলে গেলেন। বোঝা গেল, দেশের হোম মিনিস্টার একফোঁটাও হোমওয়ার্ক করে আসেননি।” এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করে শুখেন্দুশেখর রায়। তিনি বলেন, “দিল্লিতে জনসভায় দাঁড়িয়ে গুলি করে মানুষ মারার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা মানুষকে গুলি করার সেই হুমকি অমিত শাহ কি শুনতে পাননি! তদন্ত করা হলে ঠিক জানা যাবে, কয়লা থেকে বিজেপি আমলে কে কে আত্মনির্ভর হয়েছেন!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, এদিন দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে গিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের গর্ভগৃহে গিয়ে মাকে আরতী করেন অমিত শাহ। আর তারপরই বাইরে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেন অমিত শাহ। স্বভাবতই বিজেপির শীর্ষনেতার এই অভিযোগের পরিপ্রেক্ষিতেও পাল্টা জবাব দিতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে। এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “রামকৃষ্ণদেবের মাটিতে দাঁড়িয়ে একথা বলছেন দেখে আমরা সত্যি বিস্মিত। ঠাকুর নিজে মন্দির, মসজিদ, গির্জা সবেতেই সমান শ্রদ্ধাশীল ছিলেন। ঠাকুরকে ওরা কি মনে করে!”

বিশেষজ্ঞরা বলছেন এবারের 2021 এর বাংলার বিধানসভা নির্বাচনের ধর্ম যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই রাম নিয়ে শাসক-বিরোধী লড়াই চরম আকার ধারণ করেছে। আর এমত পরিস্থিতিতে রাজ্যে এসে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে সরব হওয়ার পরিপ্রেক্ষিতে পাল্টা অমিত শাহকে জবাব দিয়ে দিলেন তৃণমূল নেতা শুখেন্দু শেখর রায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!