এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > “হোমগার্ডের চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ” এগরায় নিহতদের পরিবারের পাশে মমতা!

“হোমগার্ডের চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ” এগরায় নিহতদের পরিবারের পাশে মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে কি পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার, তা নিয়ে সকলের মনেই প্রশ্ন ছিল। তবে অবশেষে আজ সেই এগরার খাদিকুল গ্রামে গিয়ে নিহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যেখানে নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে নিহত ব্যক্তিদের পরিবারের মধ্যে।

প্রসঙ্গত, আজ সাতসকালেই এগরার খাদিকুল গ্রামে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যেখানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আর তারপরেই সেই সমস্ত পরিবারের পাশে থাকতে বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি মানবিক স্বার্থে এখানে এসেছি। একজন চলে যায়, কিন্তু তার পরিবার থেকে যায়। তাই সেই পরিবারের পাশে দাঁড়াতে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে আড়াই লক্ষ টাকা এবং পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে।”

একাংশের মতে, ইতিমধ্যেই বিরোধীদের পক্ষ থেকেও সেই খাদিকুল গ্রামে গিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি এই পরিবারের পাশে থাকবেন। আর এবার ঘটনার বহুদিন পেরিয়ে গেলেও সেই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের পাশে থাকতে তাদের আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!