এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা, বাড়িতে কি কি নিয়ম মানতে হবে! জেনে নিন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা, বাড়িতে কি কি নিয়ম মানতে হবে! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চিকিৎসকরা চেয়েছিলেন, আরও কিছুদিন তিনি হাসপাতালে থাকুন। তবে নির্বাচনের কাজ, প্রচার এই সমস্ত কিছু কারণে দ্রুত হাসপাতাল থেকে ছুটি চেয়েছিলেন তিনি। আর সেই মত করেই শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে পায়ে চোট লাগার পরের দিনই হাসপাতাল থেকে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, খুব তাড়াতাড়ি তিনি ফিল্ডে নামবেন। তবে তাকে হুইল চেয়ার করে সমস্ত কর্মসূচিতে যোগদান করতে হবে। এদিন তেমনটাই দেখা গেল।

হাসপাতাল থেকে বেরোনোর সময় হুইলচেয়ারে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সকলের উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার করতে দেখা গেল তাকে। আর তারপরেই হুইল চেয়ার থেকে গাড়িতে উঠে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। কিন্তু হাসপাতাল থেকে ছুটি পেলেও মুখ্যমন্ত্রীকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

কি কি  নিয়ম মানতে হবে মুখ্যমন্ত্রীকে? জানা গেছে, কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চাপ দেওয়া যাবে না। পা ঝুলিয়ে বসে থাকা যাবে না। যতটা সম্ভব তুলে রাখতে হবে। এছাড়াও প্লাস্টারের সামনের অংশ ফুললে আইস প্যাক লাগাতে হতে পারে। শুধু তাই নয়, শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিয়ে শুতে হবে মুখ্যমন্ত্রীকে। অর্থ্যাৎ হাসপাতাল থেকে ছুটি পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কঠোর নিয়মের মধ্যেই থাকতে হবে, তা বলাই যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, গত বুধবার নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সন্ধ্যেবেলা একটি ধর্মীয় অনুষ্ঠানের পাশ দিয়ে যাচ্ছিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় ভিড়ের চাপে তার গাড়ির হালকা করে লাগানো দরজা জোরে লেগে গেলে পায়ে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। স্বাভাবিক ভাবেই এরপরে যন্ত্রণায় কাতরাতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়, সহানুভূতি পাওয়ার জন্য নির্বাচনের আগে জয় লাভ করতেন নাটক করছেন মুখ্যমন্ত্রী।

আর এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। আর এবার অবশেষে চিকিৎসকদের কাছ থেকে ছুটি নিয়ে এসএসকেএম হাসপাতাল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাসপাতাল ত্যাগ করলেও বাড়িতে থেকেই যে তাকে নিজের সুশ্রুসার কথা মাথায় রেখে যথেষ্ট নিয়ম মানতে হবে, তা বলাই যায়। সব মিলিয়ে নির্বাচনের মরসুমে যাবতীয় কর্মসূচির পাশাপাশি নিজের শরীর ঠিক রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠোর নিয়মগুলো মানতে কতটা সচেষ্ট হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!