এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাসপাতাল থেকেই ফেসবুকে মদন মিত্রের সাংকেতিক পোস্ট, জল্পনা শুরু রাজনৈতিকমহলে

হাসপাতাল থেকেই ফেসবুকে মদন মিত্রের সাংকেতিক পোস্ট, জল্পনা শুরু রাজনৈতিকমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রবল ঝড়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ৪ হেভিওয়েট। যাদের মধ্যে রয়েছেন মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়। আর এবার ঝড় উঠতে চলেছে প্রকৃতির রাজ্যেও। আগামী দু’দিনের মধ্যে রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি অবস্থায় সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্ট করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। যেখানে আমফানের স্মৃতিচারণ করতে দেখা গেল তাঁকে।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নিজের ফেসবুক পেজে মদন মিত্র পোস্ট করেছেন যে, গতবছর আম্ফান ঘূর্ণিঝড়ের সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, বাংলা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর পরিশ্রমের ফলে দ্রুত সুস্থ হয়ে উঠেছিল বাংলা। সাইক্লোন শেষ হয়ে গেছে, কিন্তু ঝড় অব্যাহত রয়েছে।

বস্তুত, আগামী দু’দিনের মধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রবল আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় যশের। সমস্ত রকম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকার ও প্রশাসনকে। জেলাগুলিকেও বিশেষ প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে এই বিশেষ ধরনের পোস্ট করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই ফেসবুক পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজনকে সেখানে কমেন্ট করতে দেখা গেছে যে, বাংলার বাঘ হলেন মদন মিত্র। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই প্রার্থনা করছেন তিনি। আবার একজন লিখেছেন যে, মদন মিত্র হলেন কাজের মানুষ। তাই মানুষ তাঁকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার আশীর্বাদ করছে।

তবে, কটাক্ষও করতে দেখা গেছে মদন মিত্রের এই পোস্টকে ঘিরে। একজনকে যেখানে লিখতে দেখা গেছে যে, অবাঙালি সিবিআইয়ের হাতে বাঙ্গালীদের কেন গ্রেফতার করা হবে? বাংলা নিজের সিবিআইকেই চায়। আবার একজনকে লিখতে দেখা গেছে যে, ঝড় আসার অর্থই হলো আবার সরকারি ত্রাণের টাকা লুটপাট করা হবে।

সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের এই পোস্ট নিয়ে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। গত সোমবার রাতে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাবার পর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র। এদিকে আজ ৪ হেভিওয়েটের ভাগ্য পরীক্ষা হতে চলেছে হাইকোর্টে। আজ রয়েছে মামলার শুনানি। যে দিকে লক্ষ্য রাজনৈতিক মহল ও আপামর জনতার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!