এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হটস্পট ভবানীপুর, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একযোগে পথে নামল পুলিশ ও আধাসেনা

হটস্পট ভবানীপুর, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একযোগে পথে নামল পুলিশ ও আধাসেনা

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল উপনির্বাচনে রয়েছে ভবানিপুরে। আগামীকাল ভবানিপুর ছাড়াও উপনির্বাচন রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। তবে ভবানীপুর নিয়েই রয়েছে কৌতূহল ও উত্তেজনা। এদিকে সম্প্রতি ভবানীপুরে ভোটের প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান ও হামলার মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। আবার সেরাতেই এক আগন্তুক কালো গাড়িকে ঘিরে মারধর, হুমকির অভিযোগ তুলেছিল তৃণমূল। এরপর ভবানীপুরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একযোগে পথে নামল পুলিশ ও আধাসেনা।

ভবানীপুরের উপরে কড়া নজরদারি চলছে কেন্দ্রীয় বাহিনীর। ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভবানীপুরে। যার মধ্যে আছে ৭ কোম্পানি সিআরপিএফ, রয়েছে ৪ কম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি, এছাড়া রয়েছে এক কোম্পানি সিআইএসএফ ও এক কোম্পানি আইটিবিপি। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সেজন্য করা টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। যা শুরু হয়েছে গতকাল থেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সঙ্গে সঙ্গেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ভবানীপুর বিধানসভা এলাকার মুখে এজেসি বোস রোড ফ্লাইওভারে ওঠার মুখে ও পার্কস্ট্রিটের দিকে বিশেষভাবে সতর্ক রয়েছে পুলিশ। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক অশান্তির খবর পেলেই সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিতে হবে। জামিন অযোগ্য ধারায় সে ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। সারা কলকাতাতে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা ছাড়াও বিশেষভাবে নজর রাখা হচ্ছে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া জেলাকে। এই জেলাগুলি কলকাতার কাছাকাছি থাকার জন্য এগুলোর উপর বিশেষভাবে নজর দেয়া হচ্ছে। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে। এভাবে উপ নির্বাচনের পটভূমিতে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হলো মুখ্যমন্ত্রীর গড় বলে পরিচিত ভবানীপুর এলাকাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!