এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হতাশাকে ঝেড়ে ফেলে আগামীর পথে এগিয়ে যাওয়া ও ঐক্যের পাঠ শুভেন্দু অধিকারীর

হতাশাকে ঝেড়ে ফেলে আগামীর পথে এগিয়ে যাওয়া ও ঐক্যের পাঠ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিল বিজেপি, কিন্তু মাত্র ৭৭ টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। নির্বাচনে পরাজয়ের পর ক্রমাগত ভাঙ্গন দেখা দিচ্ছে দলে। দলের একের পর এক নেতা, কর্মী তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই যথেষ্ট হতাশ দলের নেতা-কর্মীরা। বঙ্গজয়ের স্বপ্ন যেমন ধূলিস্যাৎ হয়েছে, তেমনি দলের সংগঠন দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দলের কর্মীদের বিশেষভাবে উজ্জীবিত করলেন শুভেন্দু অধিকারী। হতাশা দূর করে আগামীর লক্ষ্যে এগিয়ে যাবার কথা বললেন তিনি।

পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী জানালেন যে, মেদিনীপুর জেলায় তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে আছে। তিনি জানান, বিধানসভা নির্বাচনে একটি বা দুটি বুথে তিন থেকে চার হাজার ভোট বেশি পেয়েছে তৃণমূল, কিন্তু তাতেও কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। কারণ, বিজেপি এগিয়ে আছে। তিনি জানান, নন্দীগ্রামের যে চারটি বুথে তৃণমূল ৩ থেকে ৪ হাজার ভোট বেশি পেয়েছিল, সেসব স্থানে যারা আছেন, তারা ভিন রাজ্যে থাকেন। যারা দুবাইতে থাকেন তারা চোখমুখ দেখে ভোট দিয়েছিলেন। তিনি জানান, রাজ্যে কোন কাজ নেই। এ কারণে বিজেপি শাসিত রাজ্যে এখানকার অনেকে কাজ করছেন। তিনি অভিযোগ করলেন, নন্দীগ্রামের বেশকিছু বুথে ভূয়োভোট পর্যন্ত হয়েছে, আগামী দিনে যা আর কখনোই সম্ভব হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন ৬০ টি জেলা পরিষদের মধ্যে ৪৪ টিতে বিজেপি এগিয়ে আছে। ২৫ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৯ টি পঞ্চায়েত সমিতিতে এগিয়ে আছে বিজেপি। ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬০ টি গ্রাম পঞ্চায়েতে এগিয়ে আছে বিজেপি। ৫ টি পুরসভার মধ্যে ৪ টিতেই এগিয়ে আছে বিজেপি। শুভেন্দু অধিকারী জানালেন, পাঁশকুড়া পুরসভার ১৭ টি আসনের মধ্যে তৃণমূলের হাতে যাবে ১০ টি আসন, বিজেপির হাতে থাকবে ৭ টি। তমলুক পুরসভার ক্ষেত্রে ২০ টি আসনের মধ্যে বিজেপির ১২ টি আসন থাকবে, তৃণমূলের হাতে থাকবে ৮ টি আসন।

হলদিয়া পুরসভার ২৯ টি আসনের মধ্যে বিজেপির হাতে যাবে ২৬ টি আসন, তৃণমূলের হাতে মাত্র ৩ টি । আবার কাঁথি পুরসভার ২১ টি আসনের মধ্যে বিজেপির হাতে যাবে ১৬ টি আসন, তৃণমূলের হাতে যাবে ৫ টি আসন, এগরা পুরসভার ১৭ টি আসনের মধ্যে বিজেপি ১২ টি, তৃণমূলের হাতে যাবে ৫ টি। তিনি জানালেন, একমাত্র পাঁশকুড়া ছাড়া বাদবাকি সমস্ত পুরসভা থাকবে বিজেপির। তাই, দলের কর্মীদের হতাশ হতে বারণ করলেন তিনি।

আবার, দলের পরাজয়ের কারণ হিসেবে আত্মতুষ্টির বিষয়টিও তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, অনেকেই মনে করেছিলেন যে, রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ১৭০ থেকে ১৮০ টি আসন বিজেপির হাতে যাবে। খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, নন্দকুমারে বিজেপি জিতবে। তাই চণ্ডীপুরে হেরে গেলেও ক্ষতি নেই। এই আত্মতুষ্টির কারণেই পরাজয় ঘটেছে বিজেপির। দলের কর্মীদের হতাশ না হয়ে কাজ করবার কথা জানালেন তিনি। সেই সঙ্গে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবার নির্দেশ দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!