এখন পড়ছেন
হোম > জাতীয় > “হঠাৎ করেই একটা ম্যাসেজ এলো….” সাংবাদিক বৈঠকে একি বললেন ক্ষুব্ধ মমতা!

“হঠাৎ করেই একটা ম্যাসেজ এলো….” সাংবাদিক বৈঠকে একি বললেন ক্ষুব্ধ মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। তবে তার মধ্যেও রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কিন্তু থামছে না। এবার সাংবাদিক বৈঠকে তিনি রেলমন্ত্রী থাকার সময় রেলকে আধুনিক করে দিয়ে এসেছিলেন বলেই দুর্ঘটনা কমেছে, এমনটাই দাবি করলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি রাজনৈতিক কথা বলবেন না ভাবলেও, একটি মেসেজ আসার কারণেই তাকে এই ধরনের কথা বলতে হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “আমি ভেবেছিলাম, এই সময় রাজনৈতিক কথা বলব না। কিন্তু হঠাৎ করেই আমার কাছে একটা মেসেজ এলো। তাতে একটা লিস্ট পাঠানো হয়েছে যে, আমার সময় কত মানুষ রেল দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু আজকে আমি বলছি, আমি যে রেলকে আধুনিক করে দিয়ে এসেছিলাম, সেই কারণেই অনেক দুর্ঘটনা কমে গিয়েছে। ওরা যে তথ্য দিয়েছে, সেটা একদমই ভুল।”

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত মানুষদের পরিজনের কান্না গোটা দেশকে তাড়া করে বেড়াচ্ছে। সমান গতিতে চলছে উদ্ধারকার্য। আর তার মাঝেই এবার রাজনৈতিক বক্তব্য রেখে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!