এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎই নবান্নে দিল্লির নেতা, মমতার সঙ্গে সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা!

হঠাৎই নবান্নে দিল্লির নেতা, মমতার সঙ্গে সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তারপর থেকেই 2024 এর লোকসভা নির্বাচনের আগে দুই রাজনৈতিক দল বিজেপি বিরোধী শক্তি হিসেবে নিজেদের মধ্যে আলোচনা করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। যেখানে বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে বলে খবর। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

 

সূত্রের খবর, আজ  নবান্নে আসবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় আসুক। সম্প্রতি কর্নাটকে কংগ্রেসের জয়লাভ বিরোধী হিসেবে শক্তি বাড়ালেও আগামী দিনে যদি কংগ্রেস বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে মাথাচাড়া দেয়, তাহলে অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দানা বাঁধতে পারে।

তাই এই পরিস্থিতিতে তৃতীয় ফ্রন্ট বা মহাজোট গঠনের চেষ্টা করছে সমস্ত আঞ্চলিক এবং বিজেপি বিরোধী ছোট ছোট রাজনৈতিক দলগুলো। আর এমত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী এবং দুই দলের প্রধানের আলোচনায় ঠিক কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!