এখন পড়ছেন
হোম > রাজ্য > বাড়িতে হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে আগুন! ‘ভূতুড়ে কাণ্ডের’ বিহিত চেয়ে গৃহস্থ ছুটলেন পুলিশের কাছে!

বাড়িতে হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে আগুন! ‘ভূতুড়ে কাণ্ডের’ বিহিত চেয়ে গৃহস্থ ছুটলেন পুলিশের কাছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  টিভির পর্দায় ভূতের কান্ড দেখতে বা গল্পের ভূতের কান্ড পড়তে আমরা অনেকেই ভালবাসি কিন্তু সত্যি কারের ভূত দেখতে সত্যি কারের ভূত সামনে দেখতে পেলে আমরা কজন আনন্দিত হব তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বানানো কোন গল্প নয় এবার সত্যি ভূতের কান্ড দেখা গেল হাওড়া শ্যামসুন্দর গ্রামে। সম্প্রতি হাওড়া জেলার জয়পুর ব্লকের অন্তর্গত শ্যামসুন্দর গ্রামে সনজিৎ রায়ের বাড়িতে দেখা গেল অদ্ভুতুড়ে কাণ্ড। বাড়িতে হঠাৎ করে আগুন জ্বলে উঠছে বারবার, আর সে রেঙ্গুনে পুড়ে ছাই পোশাক- আশাক, আসবাব সহ বাড়ির নানা জিনিস।

কয়েকদিন ধরে হটাৎ করে জ্বলে ওঠা এই অদ্ভুতুড়ে আগুনে প্রাণ ওষ্ঠাগত বাড়ির সকল সদস্যদের। প্রথমে তিনি মনে করেছিলেন বাড়ির ইলেকট্রিক তারের থেকেই বুঝি এরকম আগুন জ্বলছে বারে বারে । এরপর আগুনের হাত থেকে রক্ষা পেতে তিনি বাড়ির সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু এর পরেও এই আগুন থেকে রেহাই মিলছে না তাদের। তাই শেষ পর্যন্ত পুলিশের কাছে গেলেন সনজিৎ রায়ের পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামলো পুলিশ।

প্রসঙ্গত, শ্যামসুন্দর গ্রামের জনৈক গৃহস্থ সনজিৎ রায়ের বাড়িতে এই অদ্ভুতুড়ে কাণ্ড ঘটেছে বারে বারে। এই অঞ্চলের বাসিন্দারাও এই ঘটনাটি নিয়ে যথেষ্ট ভাবে কৌতূহলী। প্রতেকেই ঘটনার প্রকৃত রহস্য ভেদের অপেক্ষায় দিন গুনছেন। সনজিৎ রায়ের বাড়িতে দেখা এই অদ্ভুতুড়ে কাণ্ড সম্পর্কে জয়পুরের বিডিও বিট্টু ভৌমিক জানিয়েছেন যে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। পুলিশকে এই ঘটনার উপযুক্ত খোঁজ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনমতো স্থানীয় বিজ্ঞান মঞ্চের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনা প্রসঙ্গে সনজিৎ রায়ের বক্তব্য, ” কয়েকদিন আগে হঠাৎ করেই বাড়িতে থাকা পোশাক জ্বলে ওঠে। ভেবেছিলাম, হয়তো কোনওভাবে আগুন লেগে গিয়েছে। পরে আসবাবপত্রেও আগুন লাগলে, শর্টসার্কিট থেকেই এমনটা হচ্ছে বলে মনে করেছিলাম। এরপর মিস্ত্রি ডেকে গোটা বাড়ির ইলেক্ট্রিক তার সহ যাবতীয় সরঞ্জাম পরীক্ষা করিয়েছি। কিন্তু, তাতে কোনও ত্রুটি পাওয়া যায়নি। তারপরেও একই ঘটনা ঘটতে থাকায় শেষমেশ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি। কিন্তু, সেই একই কাণ্ড। কীভাবে ওই আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না।”

নিজেদের বাড়িতে হওয়া এই অদ্ভুতুড়ে ঘটনা সম্পর্কে সনজিৎ রায়ের স্ত্রী রেখা রায় জানিয়েছেন যে, এই ঘটনার ফলে তাঁরা ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আতঙ্কে তাঁরা খাবার খাওয়াই প্রায় ছেড়ে দিয়েছেন। ব্যাপারটি অলৌকিক নাকি কোন মানুষের মানুষের ইচ্ছাকৃত সেটা তারা কিছুতেই বুঝতে পারছেন না।

যাইহোক ব্যাপারটি নিয়ে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হলেন সনজিৎ রায়। তাঁর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্তে নামে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে জয়পুরের ওসি প্রভাত কুমার বিশ্বাস জানিয়েছেন, সনজিৎ বাবুর বাড়িতে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত উপলক্ষে পুলিশের একটি দল গিয়েছিল। পুলিশের এই দলটি তার বাড়ির কাছেই একটিখোলা ডেনড্রাইট এর সন্ধান পেয়েছে। আর ডেনড্রাইট ব্যবহার করেই তাঁর বাড়িতে আগুন জালানো হচ্ছে বলে পুলিশের সন্দেহ। পুলিশের অনুমান কোন লোক ইচ্ছা করেই তাঁর বাড়িতে এমন সব কান্ড করছে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে সচেষ্ট হয়েছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!