এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হত্যা না আত্মহত্যা- বিজেপি বিধায়কের মৃত্যু ঘিরে তীব্র হচ্ছে রহস্য

হত্যা না আত্মহত্যা- বিজেপি বিধায়কের মৃত্যু ঘিরে তীব্র হচ্ছে রহস্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বাংলার রাজনৈতিক মহল এই মুহূর্তে তোলপাড় হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যু ঘিরে। বিজেপি শিবিরের দাবি, এই রহস্যময় মৃত্যুর পেছনে রয়েছে শাসকদলের রাজনৈতিক দ্বন্দ্ব। যে কারণে বিজেপি বিধায়ককে খুন করা হয়েছে বলে দাবী তাঁদের। অন্যদিকে বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে এই মুহূর্তে রহস্য ক্রমশ দানা বাঁধছে বলে অনে করা হচ্ছে। হত্যা না আত্মহত্যা- এই দোলাচলে এখন দুলছে বাংলার রাজনৈতিক মহল। আর তার সাথেই আরো তীব্র হচ্ছে শাসক-বিরোধী মতানৈক্য।

সূত্রের খবর, উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এদিন। কিন্তু সেই মৃতদেহ ঘিরে উঠেছে বিভিন্ন প্রশ্ন। দেখা যায়, মৃতদেহের গলায় ফাঁস দিয়ে ঝুলানো কিন্তু তার হাত দুটিও দড়ি দিয়ে বাঁধা, যা অত্যন্ত রহস্যঘন কিছু তথ্যের সন্ধান দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বললেও বিজেপি শিবিরের দাবি, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে বিজেপি বিধায়ককে।

এই ঘটনায় গেরুয়া শিবিরের প্রত্যেকেই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে বিধায়কের পরিবারের দাবি, রবিবার কয়েকজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আর তারপরে বিধায়কের খুনের অভিযোগ আরো প্রবল হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্য বিজেপি নেতৃত্ব স্থানীয় তৃণমূল যুব নেতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বলে জানা গেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কৈলাশ বিজয়বর্গীও এই হত্যার ঘটনার উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এদিন টুইটারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, মৃত বিধায়ক বিজেপি শিবিরে যোগদান করেছিলেন বলেই তাঁকে হত্যা করা হয়েছে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করেছেন। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও এই ঘটনা প্রসঙ্গে টুইট করে ক্ষোভ জানিয়েছেন বলে জানা গেছে। রাজ্য বিজেপি সভাপতি ইতিমধ্যেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতিকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেবেন তিনি।

সূত্রের খবর, রাজ্য বিজেপির প্রতিনিধিরা হেমতাবাদেও যাবেন বলে জানা গেছে। অন্যদিকে এই মৃত্যুর ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ ‘হত্যা না আত্মহত্যা’ এই তথ্যের নিরিখে কোন সঠিক দিশা দেখাতে পারেনি বলে খবর। অন্যদিকে হেমতাবাদ এর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, বিজেপি বিধায়কের মৃত্যু ঘিরে আগামী দিনে বাংলার রাজনৈতিক মহল যে আরো উতাল হবে সে ব্যাপারে নিশ্চিতভাবে বলা যায় এখন থেকেই। আপাতত পুলিশি তদন্তের দিকেই চোখ রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!