এখন পড়ছেন
হোম > জাতীয় > পরিস্থিতি যাই হোক, কর্নাটকে সরকার গড়ছে বিজেপিই! কিন্তু কোন অঙ্কে?

পরিস্থিতি যাই হোক, কর্নাটকে সরকার গড়ছে বিজেপিই! কিন্তু কোন অঙ্কে?

দক্ষিণের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে আজ ছিল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া ছিল বিজেপি। সকাল থেকেই ইভিএম খোলার সাথে সাথেই ক্রমশ গেরুয়া হতে থাকে কর্ণাটক। ২২৫ আসনের কর্ণাটক বিধানসভায় একজন সদস্য রাজ্যপাল মনোনীত। আর তাই এই রাজ্যে ক্ষমতাসীন হতে গেলে ১১২ জন বিধায়কের সমর্থন দরকার। ভোটগণনার শেষে দেখা যায় বিজেপি একক বৃহত্তম দল হিসাবে ১০৪ টি আসন দখল করেছে। কিন্তু তা সংখ্যা গরিষ্ঠতা থেকে ৮ টি আসন কম। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৭৮ টি আসন এবং জেডিএস ৩৭ টি, যা মোট করলে দাঁড়ায় ১১৫ টি আসন। আর তাই বিজেপিকে আটকাতে কংগ্রেস জানিয়ে দিয়েছে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে জেডিএসকে সমর্থন করবে কংগ্রেস। জেডিএসও তা মেনে নিয়েছে।

এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য গল্প। বিজেপি শিবিরের দাবি পরিস্থিতি যাই হয়ে যাক, কর্নাটকে সরকার গঠন করছে বিজেপি শিবিরই। আর তা বাস্তবায়িত করতে অমিত শাহের বিশেষ নির্দেশে বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন দলের তিন হেভিওয়েট নেতা জেপি নাড্ডা, প্রকাশ জাভড়েকর ও ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তা সত্ত্বেও কোন অঙ্কে বিজেপি এখনো সরকার গড়ার কথা ভাবছে? নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায় – বিজেপির হাতে বর্তমানে ১০৪ জন বিধায়ক আছেন। অন্যদিকে ৩ জন বিধায়ক (বিএসপি, কেপিজেপি ও নির্দল মিলে) আরো আমাদের সঙ্গে আসতেই পারেন। দুটি আসনে এখনো নির্বাচন বাকি, সেগুলো যদি বাদও দেওয়া হয় তাহলেও দেখা যাচ্ছে আর ৩-৫ জন বিধায়কের সমর্থন পেলেই সরকার গঠনের জায়গায় চলে যাবে বিজেপি। আর কর্নাটকে জেডিএস কিন্তু এককভাবে ৩৭ আসন পায়নি, পেয়েছে জেডিএস জোট। অর্থাৎ জেডিএসের সঙ্গে কিছু ছোট ছোট দলের জোট হয়েছিল, সেইসব বিধায়করা জেডিএস ও কংগ্রেসের এই জোট মেনে নেবেন কিনা সন্দেহ আছে! কেননা কর্ণাটকবাসী স্পষ্ট করে দিয়েছেন তাঁরা আর কংগ্রেসকে চান না, আর তাই কর্ণাটকবাসীর মতকে সম্মান জানাতে যদি জেডিএস জোটের বিক্ষুব্ধ ছোট ছোট দলের বিধায়করা বিজেপির সঙ্গে আসেন তাহলেই কিন্তু ওই ৩-৫ জন বিধায়কের ঘাটতি মিটিয়ে কর্নাটকে সরকার গঠনের জায়গায় চলে যাবে বিজেপি। সুতরাং দেখতে থাকুন, কর্নাটকে খেলা এখনো অনেক বাকি!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!