এখন পড়ছেন
হোম > অন্যান্য > টাকা থেকেও ছড়াতে পারে সংক্ৰমন? মাস্ক পড়লেই কি মুক্তি? কারণে নিয়ে উঠে এল নতুন অনেক তথ্য

টাকা থেকেও ছড়াতে পারে সংক্ৰমন? মাস্ক পড়লেই কি মুক্তি? কারণে নিয়ে উঠে এল নতুন অনেক তথ্য

করোনা ভাইরাস যেভাবে সংক্রামক আকার ধারণ করেছে, তা থেকে বাঁচতে ইতিমধ্যে বিশেষজ্ঞরা এবং গবেষকরা বিভিন্নভাবে জনসাধারণকে সচেতন হতে পরামর্শ দিচ্ছেন। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, ইতিমধ্যে সাধারণ মানুষ মাস্ক এবং গ্লাভসের ব্যবহার সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে বলা যায়, করোনা সংক্রমণ মানবজাতিকেই প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশ ক্রমশ মৃত্যুমিছিলের দিকে এগিয়ে চলেছে।

এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশের প্রশাসন ইতিমধ্যেই একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছেন। আর তার মধ্যেই হংকংয়ের বিজ্ঞানীরা করোনা নিয়ে সামনে নিয়ে এলেন বিভিন্ন তথ্য। হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণায় ইতিমধ্যে উঠে এসেছে যে তথ্য তাতে জানা যাচ্ছে, এক টাকার নোটে একদিন বেঁচে থাকে করোনা ভাইরাস। এমনকি যেকোনো টাকাতেই করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে একদিন। অন্যদিকে, করোনা থেকে বাঁচার জন্য যে মাস্ক ব্যবহার করা হয়, সেখানে কিন্তু করোনার জীবাণু বাঁচে প্রায় এক সপ্তাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, গবেষণায় উঠে এসেছে আরো নতুন নতুন তথ্য। বলা হচ্ছে, কাপড়ের কোন জিনিসে করনা ভাইরাসের বাঁচার সম্ভাবনা নেই বললেই হয়। তবে কাপড় পরিষ্কার রাখা এবং ধুয়ে রাখা অত্যন্ত জরুরি। সিজনড কাঠের ত্বকে সে অর্থে করোনা ভাইরাস বেঁচে থাকতে পারেনা ঠিকই, তবে অবশ্যই প্রত্যেকটা জিনিসকেই ধুয়েমুছে রাখলে করোনার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই হয়। অন্যদিকে হংকংয়ের বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, টাকার মধ্যে করোনা ভাইরাস একদিন বেঁচে থাকলেও টিস্যু পেপারে কিন্তু করোনা ভাইরাস বেঁচে থাকে মাত্র তিন ঘন্টা।

এমনকি প্রিন্টেড যেকোনো কাগজেও করোনা ভাইরাসের আয়ু 3 ঘণ্টার বেশি নয়। যেখানে সারা বিশ্ব লড়ে যাচ্ছে করোনা ভাইরাস এর সঙ্গে, খুঁজে যাচ্ছে এর থেকে প্রতিরোধের উপায়! সেখানে হংকং বিজ্ঞানীদের এই গবেষণা অন্য দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। করোনা ভাইরাসের সঙ্গে মানুষের লড়াইটি আরও কঠিন হয়ে উঠেছে। কারণ, এখনো পর্যন্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। সেদিক থেকে দেখতে গেলে শুধুমাত্র সর্তকতা এবং সচেতনতার উপর নির্ভর করেই এখনো পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই চলছে। তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, তা এখনই বলা সম্ভব না হলেও পূর্ব ইতিহাস দেখলেই জানা যায়, মানুষের কাছে লড়াইতে হার হয়েছে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!