এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে তৃণমূলকে চেপে ধরতে ঝড় তুলছে বিজেপি, বিধানসভা নির্বাচনে কি প্রভাব ফেলতে চলেছে?

করোনা আবহে তৃণমূলকে চেপে ধরতে ঝড় তুলছে বিজেপি, বিধানসভা নির্বাচনে কি প্রভাব ফেলতে চলেছে?


মানুষের জীবনের থেকে আর বড় দাম কোনো কিছু নেই। বর্তমানে করোনার মত মারণ ভাইরাসের দাপট চলছে গোটা দেশজুড়ে। বাংলাও এই ভাইরাসের সঙ্গে লড়াই করছে। যত দিন যাচ্ছে, তত আক্রমণের সংখ্যা বাড়ছে। কিছুটা হলেও লকডাউন পরিস্থিতি শিথিল হয়েছে। তবে তা সত্ত্বেও বাংলার পরিস্থিতি উদ্বেগজনক। ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। যা আরও আশঙ্কা তৈরি করেছে নানা মহলে।

আর এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে ভার্চুয়াল সভার মাধ্যমে অমিত শাহের বক্তব্য তুলে ধরে লাগাতার প্রচার করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। নিজেদের এই কর্মসূচির মধ্য দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে, তাদের এখন প্রধান লক্ষ্য বাংলার ক্ষমতা দখল। তাই যেনতেন প্রকারেণ রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়েই এবার বাংলায় পরিবর্তন আনার জন্য উঠে পড়ে লেগে যাবেন বিজেপি নেতারা‌।

কিন্তু কেন এত তাড়াহুড়ো শুরু করেছে বিজেপি? কেন সমস্ত কিছু ছেড়ে তাদের নজর বাংলার দিকে? অমিত শাহের ভার্চুয়াল সভার পর এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে সর্বত্র। বিশেষজ্ঞরা বলছেন, দুর্দিনের সময় মানুষ বিচার করেন কারা সঠিক নেতা! সেদিক থেকে তৃণমূলের বিরুদ্ধে ভয়াবহ করোনা ভাইরাস এবং ভয়াবহ দুর্যোগের সময় বিজেপির পক্ষ থেকে লাগাতার প্রচার করা হচ্ছে, রাজ্য সরকার পরিস্থিতিকে আয়ত্তে আনতে ব্যর্থ। তাই এই অবস্থায় বিধ্বস্ত বাংলার কথা তুলে ধরে বাংলার মানুষের মনে জায়গা করে নিতে চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে পরিযায়ী শ্রমিকরাও রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উস্মা প্রকাশ করে “করোনা এক্সপ্রেস” পাঠানো হচ্ছে বলে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সেই উক্তি তুলে ধরে এখন বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে থাকা সংখ্যালঘুকে ভোটকে ভাঙ্গার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা মুসলিম অধ্যুষিত মালদা এবং মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি শ্রমিকরা ফিরতে শুরু করেছেন‌।

যাদের সিংহভাগ সংখ্যালঘু সম্প্রদায়। তাই সেই জেলাতে এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করতে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। একাংশ বলছেন, বর্তমানে একদিকে ভয়াবহ সাইক্লোন এবং অন্যদিকে করোনা ভাইরাস সামলাতে রাজ্য যখন কিছুটা হলেও ব্যর্থ, তখন তাদের বিরুদ্ধে এই ইস্যুকে তুলে ধরে বিজেপি যদি ঠিকমত প্রচার না করে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের পক্ষে ক্ষমতার কাছাকাছি যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে যাবে।

তাই বর্তমান সময়ে দুর্যোগের সেই সমস্ত পরিস্থিতির কথা তুলে ধরে একদিকে শাসকদলের দুর্নীতি এবং অন্যদিকে পরিস্থিতি মোকাবিলা করতে “তৃণমূল ব্যর্থ” এই কথা তুলে ধরে বিজেপিকে লাগাতার প্রচারে নামার নির্দেশ দিচ্ছে তাদের শীর্ষ নেতৃত্ব। আর তারই অঙ্গ হিসেবেই এবার ভয়াবহ দুর্যোগের সময় মানুষের মনে জায়গা করে নিতে বিজেপির পক্ষ থেকে এই রাজনৈতিক প্রচার শুরু করে দেওয়া হল বলে মত ওয়াকিবহাল মহলের। এখন 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির এই রাজনৈতিক প্রচার কতটা কার্যকরী হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!