এখন পড়ছেন
হোম > জাতীয় > সত্যিই কি দেশবাসী তৈরী ‘এক দেশ, এক ভোটের’ জন্য – যা জানাল জাতীয় নির্বাচন কমিশন

সত্যিই কি দেশবাসী তৈরী ‘এক দেশ, এক ভোটের’ জন্য – যা জানাল জাতীয় নির্বাচন কমিশন


একই সময়ে সারা দেশের বিধানসভা এবং লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কতটা প্রস্তুত এদিন তা স্পষ্ট করলেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। তিনি জানালেন সারা দেশে লোকসভা নির্বাচন সহ একইসাথে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন।

এদিন মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়েছিলো চলতি বছর ডিসেম্বরে লোকসভা নির্বাচনের আয়োজন করতে হলে কমিশন কতটা প্রস্তুত। এর উত্তরে ওপি রাওয়াত স্পষ্টতই জানালেন যে কমিশন পুরোপুরি তৈরী। তাই যদি এই বছরের প্রস্তাবিত চার রাজ্য – মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম ও রাজস্থানের বিধানসভা নির্বাচনের সময়ে একইসাথে লোকসভা নির্বাচনেরও আয়োজন করা হয় তাহলে কমিশন তা পরিচালনা করতে পারবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত, রাজনৈতিক মহলের একাংশের মধ্যে চাপা গুঞ্জন শোনা গিয়েছিলো আগামী বছরের প্রস্তাবিত লোকসভা নির্বাচন চলতি বছরের শেষ পর্যায়ে নিয়ে আসা হতে পারে। যাতে পূর্বোল্লিখিত চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সাথে, লোকসভা নির্বাচনেরও আয়োজন করা হয়। যদিও এইরকম পরিস্থিতি হওয়ার সম্ভবনা সেইরকম নেই। তবে যদি তা হয়ও নির্বাচন কমিশন তা পরিচালনার কাজের জন্যে প্রস্তুত রয়েছে বলেও জানালেন কমিশনার।

অবশ্য এদিন মুখ্য নির্বাচনী কমিশনার একথাও স্বীকার করে নিলেন যে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হলে ইভিএম ও ভিভিপ্যাট সহ বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুটা ঘাটতি দেখা যেতে পারে। তবে এমন পরিস্থিতি হলেও নির্বাচন কমিশন সব কিছুই নির্বিঘ্নে পরিচালনা করতে পারবে বলেও তিনি একইরকম আশাবাদী।

এদিকে সমস্ত বিধানসভা ও লোকসভা নির্বাচন একই সাথে আয়োজিত করা এই মুহূর্তে সম্ভব নয় সেই বিষয়েও আভাস দিলেন নির্বাচনী কমিশনার। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ওপি রাওয়াত পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন সারা দেশে একসঙ্গে নির্বাচনের আয়োজন করতে গেলে সবার আগে সংবিধানে সংশোধন করতে হবে। তা না আনলে কখনই দুটি নির্বাচন একই সাথে আয়োজন করা সম্ভব নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!