এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ধর্মঘটের হাত ধরে বঙ্গ রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে বাম-কংগ্রেস? আজ অগ্নিপরীক্ষা সব পক্ষের

ধর্মঘটের হাত ধরে বঙ্গ রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে বাম-কংগ্রেস? আজ অগ্নিপরীক্ষা সব পক্ষের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। অতীতে 2011 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই যতগুলো নির্বাচন হয়েছে, প্রায় সব নির্বাচনেই পর্যুদস্ত হয়েছে বামফ্রন্ট। তবে এবারের নির্বাচনে ভালো ফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে তারা। কিন্তু একদিকে বিজেপির উত্থান এবং অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যেই এবার প্রধান লড়াই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের শ্রম এবং কৃষি আইন ও নীতির প্রতিবাদে এবং 7 দফা দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। পশ্চিমবঙ্গে এই ধর্মঘটকে সফল করতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। একাংশ বলছেন, এই ধর্মঘটের মধ্যে দিয়ে বামফ্রন্ট বাংলায় নিজেদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। আর তাই ধর্মঘটকে সফল করতে সব রকম চেষ্টা শুরু করেছে বাম শিবির।

কিন্তু ইস্যুগুলোকে সমর্থন করলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ধর্মঘটকে কোনোমতেই সমর্থন করতে নারাজ। উল্টে অতীতের মত নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে। এদিন এই প্রসঙ্গে ধর্মঘটের স্বপক্ষে সিপিএমের তনময় ভট্টাচার্য বলেন, “এতদিন ধরে মিটিং মিছিল করে আমরা ধর্মঘটের প্রচার করেছি। তাই সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবেই আমাদের ধর্মঘটে সাড়া দেবেন বলে মনে হচ্ছে। কোথাও অবরোধ করে বা জোর করে দোকান বাজার বন্ধ করে ধর্মঘট সফল করার প্রয়োজন হবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে একইভাবে এই ধর্মঘটের স্বপক্ষে আওয়াজ তুলেছেন প্রদেশ কংগ্রেসের জনসংযোগ বিভাগের আহবায়ক নিলয় প্রামানিক। তিনি বলেন, “প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে আমরা ইতিমধ্যেই ধর্মঘটের সমর্থনে মিটিং মিছিল করেছি। বৃহস্পতিবার আমরা পথে নামব। জোর করে নয়, শান্তিপূর্ণভাবেই আমরা ধর্মঘট সফল করব। রাজ্য স্তর থেকে ব্লক স্তর, সর্বত্রই কংগ্রেস কর্মীরা পথে নামবেন। বামেদের সঙ্গে মিছিলে পা মেলাবেন।”

তবে এই ধর্মঘটের কড়া বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “করোনা মহামারীতে এমনিতেই অর্থনীতির খারাপ অবস্থা। তার মধ্যে আরও একটা কর্মদিবস নষ্ট হোক, এটা কখনই কাম্য নয়। কিন্তু যেসব ইস্যুতে এই ধর্মঘট ডাকা হয়েছে, সেগুলো আমরা সমর্থন করি। আমরা তার সমর্থনে রাস্তায় নামব, মিছিল করব।” স্বাভাবিক ভাবেই বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে যেহেতু এই ধর্মঘট ডাকা হয়েছে, তাই সেই ধর্মঘটের বিরোধীতা করতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকেও।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু বলেন, “এই ধর্মঘট দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী। করোনা অতিমারীর ধাক্কা সাংঘাতিকভাবে অর্থনীতির গায়ে লেগেছে। দীর্ঘদিন বহু মানুষ কর্মহীন ছিলেন। আরও একটা দিনের জন্য তাদের রুজি রোজগার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আমরা ধর্মঘটের তীব্র বিরোধিতা করছি।” বিশেষজ্ঞরা বলছেন, এই ধর্মঘট কতটা সফল হবে, তা দিনের শেষে পরিষ্কার হবে। কিন্তু বামফ্রন্ট চাইছে এই ধর্মঘটের মধ্যে দিয়ে বাংলায় আবার নতুন করে মাথা তুলে দাঁড়াতে‌। আর তাই এই ধর্মঘট সফল করার জন্য দীর্ঘদিন ধরে নানা মিটিং, মিছিল করতে দেখা গেছে তাদের।

কিন্তু রাজ্য সরকার যেভাবে ধর্মঘটকে উপেক্ষা করে গোটা রাজ্য সচল রাখার কথা জানিয়েছে, তাতে বামেদের এই ধর্মঘট আদৌ সফলতা পায় কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে সিপিএম থেকে কংগ্রেস দুই রাজনৈতিক দল চেষ্টা করছে যেনতেন প্রকারেন এই ধর্মঘটকে সফল করে আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের শক্তিকে আরও বৃদ্ধি করতে। স্বাভাবিকভাবেই এই দুই রাজনৈতিক দলের স্বপ্ন কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!