ষষ্ঠ দফার রাউন্ড আপ – সকাল ১০ টা পর্যন্ত কোথায় কি অশান্তির ছবি, দেখে নিন একনজরে পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বিশেষ খবর মেদিনীপুর রাজ্য May 12, 2019 আজ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। আজ মোট ৫ জেলার ৮ আসনে ভোট। আজ ভোটগ্রহণ চলছে পূর্ব মেদিনীপুরে তমলুক ও কাঁথিতে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুরে, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথায় কি অশান্তির ছবি দেখে নিন একনজরে – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - # ঘাটালের দোগাছিয়ায় ভারতী ঘোষকে ঘিরে ধুন্ধুমার তৃণমূল কর্মীদের, তিনি বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ, ইঁটবৃষ্টি, ইঁটের ঘায়ে মাথা ফাটল তাঁর নিরাপত্তারক্ষীর, এমনকি আক্রমন চালিয়ে ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির কাঁচও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ # পিপুরদার বুথে ভিডিওগ্রাফির অভিযোগে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের # পশ্চিম মেদিনীপুরের বেলদার নারায়ণগড়ে ও পাতলিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ও ক্যাম্প অফিসে আছড়ে পড়ল জনরোষ, আহত ৪ তৃণমূল কর্মী, একজনের অবস্থা আশঙ্কাজনক, অভিযোগের তীর বিজেপির দিকে # রাজ্য পুলিশের সামনেই ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মীদের, রাজ্য পুলিশ কার্যত নীরব দর্শক, ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন # তৃণমূল হারছে, তাই এবার কম কর্মী খুন হচ্ছেন, হারবে বুঝেই শেষের দিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল – গোপীবল্লভপুরে বিজেপি কর্মী খুন প্রসঙ্গে বললেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ # কেশপুরের চাঁদকালিতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্থা ও তাঁর বিরুদ্ধে গো ব্যাক স্লোগানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে # নারায়ণগড়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে # বাঁকুড়ায় অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে # কাঁথিতে সিপিআইএম প্রার্থীর বাড়ি লুটপাট ও ভাঙচুর # ভগবানপুরে গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী আপনার মতামত জানান -