এখন পড়ছেন
হোম > রাজনীতি > হাওড়া বিল নিয়ে জটিলতা! রাজ্যপালের সঙ্গে সংঘাতে অধ্যক্ষ!

হাওড়া বিল নিয়ে জটিলতা! রাজ্যপালের সঙ্গে সংঘাতে অধ্যক্ষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের চারটি কর্পোরেশনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু হাওড়া পৌরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। হাওড়া থেকে বালিকে আলাদা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপালের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। যা নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের মধ্যে তৈরি হয়েছে সংঘাত। আর এই পরিস্থিতিতে রাজ্যপাল কেন এই বিল আটকে রেখেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ লোকায়ুক্ত নিয়ে বিধানসভায় একটি বৈঠক ছিল। আর সেখানেই এই ব্যাপারে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “হাওড়া বিলে সম্মতি দেওয়া উচিত ছিল। কিন্তু রাজ্যপাল কেন সেটাকে আটকে রেখেছেন, বলতে পারব না।” একাংশ বলছেন, বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, তিনি রাজ্যপালের এই বিল আটকে রাখার ব্যাপারটিকে কয়েকটা ভালো চোখে দেখছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই কারণেই গোটা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই একদিকে রাজ্য সরকার এবং অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ এই ধরনের মন্তব্য রাখায় রাজ্যের সঙ্গে রাজভবনের তিক্ততা যে আরও বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!