এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাওড়াতেও এবার ঘাসফুলের ঝড়! গেরুয়া শিবিরের চোখে অন্ধকার দেখিয়ে বড়সড় ভাঙন ধরালেন তৃণমূল বিধায়ক

হাওড়াতেও এবার ঘাসফুলের ঝড়! গেরুয়া শিবিরের চোখে অন্ধকার দেখিয়ে বড়সড় ভাঙন ধরালেন তৃণমূল বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতু একুশে জুলাই এর তৃণমূল শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন, ” যাঁরা ভুল করে আমাদের দল ছেড়ে চলে গিয়েছেন বলে উপলব্ধি হয়, তাঁরা ফিরে আসুন। আপনাদের জন্য তৃণমূলের দুয়ার খোলা হয়েছে। ” এর সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী অন্য দলের সদস্যদের সেই দল ত্যাগ করে তৃণমূলে যোগদান এর আবেদন জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর এই বিশেষ আবেদনের পর তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর তৃণমূল দলে সদস্য বৃদ্ধির লক্ষে দলের সংগঠনের বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করেছিলেন। তাঁর এই পদক্ষেপ যে কতটা সদর্থক ছিল, তার আভাস পাওয়া যাচ্ছে, যখন দেখা যাচ্ছে, প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি থেকে তৃণমূল দলে যোগদান করছেন বহু নেতা-কর্মী সদস্যরা। বিজেপির বেশকিছু হেভিওয়েট নেতা ইতিমধ্যেই গেরুয়া শিবির পরিত্যাগ করে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন। সেইসঙ্গে দলের অসংখ নেতা-কর্মী সদস্যরা যোগ দিয়েছেন তৃনমূলে।

আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এভাবেই তৃণমূল দলের শ্রীবৃদ্ধি সাধন চলছে আর বিজেপির চলছে রক্তক্ষরণের পালা। প্রতিদিনই বিজেপি ও অন্যান্য বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিভিন্ন নেতাকর্মীরা প্রতি দিনই চলছে এই ধরনের দলবদলের পালা। সম্প্রতি হাওড়া জেলায় বিজেপির শিবিরে বিরাট ভাঙ্গন ধরিয়ে সদস্যদের নিজ দলভুক্ত করতে সক্ষম শাসক দল তৃণমূল কংগ্রেস। ১০০ জনেরও বেশি বিজেপি কর্মী বিজেপিতে যোগদান করে তৃণমূল দলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাওড়া জেলার ডিঙ্গাখোলা অঞ্চলের তৃনমূল অফিসে অনুষ্ঠিত হল এই যোগদানের বিরাট কর্মসূচি। যোগদানের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলার তৃণমূল বিধায়ক কালিপদ মণ্ডল, হাওড়া জেলার শ্যামপুরএর তৃণমূল সভাপতি নদেবাসী জানা, হাওড়ার শ্যামপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা প্রমুখ গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাদের সঙ্গে বেশ কিছু স্থানীয় তৃণমূল নেতা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা নবাগত তৃণমূল কর্মীদের হাতে তুলে দেওয়া হলো তৃণমূলের দলীয় পতাকা।

এর সঙ্গে সঙ্গেই দল বদল এর বিরাট পর্ব চললো গতকাল পশ্চিম মেদিনীপুর সবং এ। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূল দলে যোগ দিলেন বিজেপি, কংগ্রেস, সিপিএম দলের বহু নেতা, কর্মী। যোগদান অনুষ্ঠানে অন্যান্য দল ছেড়ে আসা নবাগত তৃণমূল সদস্যদের হাতে তৃণমূল দলের পতাকা তুলে দিলেন সাংসদ মানস ভুঁইয়া।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনের এই প্রাক্কালে দলবদলের ব্যাপারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিরন্তর দলবদল ঘটায় বিরোধী দলগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, সেখানে উত্থান ঘটছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। যার প্রভাব আগামী নির্বাচনে গুরুতর হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!