এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাওড়া পুরসভা বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়- জানুন বিস্তারিত?

হাওড়া পুরসভা বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়- জানুন বিস্তারিত?

সকলেই তাকিয়ে রয়েছেন, এন হাওড়া পৌরসভার পুনর্বিন্যাসের জন্য ঠিক কি সিদ্ধান্ত নেয় সরকার! বস্তুত, গত বছর 10 ডিসেম্বর এই হাওড়া পৌরসভার বিগত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে সেখানকার কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ করে পুরসভা চালানোর প্রক্রিয়া শুরু হয়।

পরবর্তীতে রাজ্যের পুর দপ্তরের পক্ষ থেকে জেলার তিন মন্ত্রী, কমিশনার, বিদায়ী বোর্ডের মেয়র এবং এক সাংবাদিককে নিয়ে প্রশাসকমন্ডল গঠন করা হয়। বর্তমানে সেই প্রশাসকমন্ডলীই হাওড়া পৌরসভার কাজকর্ম দেখভাল করছেন। কিন্তু এবার সেই হাওড়া শহরে ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য পুরসভার পক্ষ থেকে পুর দপ্তরে প্রস্তাব পাঠানো হলে তা এখন মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তৃণমূলের দাবি, এই হাওড়া পৌরসভার 15 নম্বর, 41 নম্বর, 45 নম্বর এবং 50 নম্বর ওয়ার্ডের জনসংখ্যা অত্যন্ত বেশি। সেখানে অনেক বেশি বস্তি থাকায় প্রচুর উন্নয়নের কাজের প্রয়োজন রয়েছে। তাই সেই ওয়ার্ডের জনসংখ্যা কমিয়ে যাতে ভারসাম্যতা আনা যায়, সেই মতই চেষ্টা করা হয়েছে বলে দাবি একাংশের।

অন্যদিকে হাওড়া কর্পোরেশনের মধ্যে বালি পৌরসভা যুক্ত হওয়ায় এখন সেখানে 66 টি ওয়ার্ড হয়েছে। ফলে যদি আবার এই হাওড়া পৌরসভা পুনর্বিন্যাস হয়, তাহলে তার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত ওয়াকিবহাল মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে হাওড়া পৌরসভার 66 টি ওয়ার্ডের মধ্যে প্রায় 25 টির মত ওয়ার্ডেই তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই পুর নির্বাচনের আগে এই হাওড়া পৌরসভা দখল করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। অন্যদিকে নিজেদের হাতে থাকা হাওড়া পৌরসভা যাতে বিজেপির হাতে চলে যায়, তার জন্য এখন থেকে নিজেদের মতো করে ঘুটি সাজাতে শুরু করেছে তৃণমূল।

বিরোধীদের দাবি, পুরসভায় নিজেদের সুবিধা করে নিতেই নিজেদের ইচ্ছেমতো ওয়ার্ড পুনর্বিন্যাস করছে রাজ্যের শাসক দল। তবে এদিন এই প্রসঙ্গে হাওড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, “ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল। তারপর আমরা পুরসভায় একটা প্রস্তাব গ্রহণ করি। ওই প্রস্তাব পুরদপ্তরে পাঠানো হয়। পুর দপ্তর এখন তা মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠিয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের খুবই প্রয়োজন। ভারসাম্যতা আনতেই এই প্রয়োজনীয়তা। কারণ এতে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে।”

কিন্তু কবে সেই কাজ সম্পন্ন হবে! জানা গেছে, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ আগামী বছরের গোড়ায় পৌরসভা নির্বাচনের আগেই তা সমাপ্ত হয়ে যাবে। সব মিলিয়ে এখন সেই ওয়ার্ড পুনর্বিন্যাসে কোনো চমকপ্রদ ব্যাপার চোখে পড়ে কিনা, নাকি বিরোধীদের অভিযোগ সত্যি করে তৃণমূল নিজেদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই কাজ করে! এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!