এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হয় লড়বেন, নয় মরবেন! একুশে এমন জয় আমাদের হবে যে সারা দেশের মানুষ দেখবে: মমতা ব্যানার্জি

হয় লড়বেন, নয় মরবেন! একুশে এমন জয় আমাদের হবে যে সারা দেশের মানুষ দেখবে: মমতা ব্যানার্জি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’- ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনে এই আওয়াজ তুলেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। আর ঠিক একই সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার তৃণমূল কংগ্রেস ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠা দিবস এর মঞ্চ থেকে ভার্চুয়ালি একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আওয়াজ তুললেন ‘লড়বেন নয় মরবেন’। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও এই নিয়মের অন্যথা হলোনা।

এদিন তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ চালালেন বিভিন্ন অভিযোগ তুলে। বিজেপির বিরুদ্ধে এদিন তৃণমূল নেত্রী অভিযোগ করেন, দেশজুড়ে করোনা মহামারীর সাথে সাথে রাজনৈতিক মহামারীও চলছে বিজেপির কারণে। আর এই মহামারীর বিরুদ্ধেই লড়াইয়ের জন্য আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী এদিন বলেন, “আগামী দিন দেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে বাংলা। মনে রাখবেন, একুশ বিপ্লবের কথা বলে। একুশে এমন জয় আমাদের হবে যে সারা দেশের মানুষ দেখবে, বাংলাকে ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া যায় না।”

এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় বিজেপি ক্রমাগত মিথ্যাচার চালাচ্ছে। আর এই মিথ্যের জবাব যে সত্যি দিয়েই দেওয়া সম্ভব, সে কথাও বলেন তিনি। দু’দিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে সেখানেও তিনি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জিএসটি নিয়ে। কেন্দ্র যে জিএসটি নিয়ে ক্রমাগত বঞ্চনা করছে রাজ্যকে তা নিয়ে মুখ খোলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তিনি অভিযোগ করেন, জাতীয় স্তরে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে গেরুয়া শিবির। ভয় দেখিয়ে খবর করতে দেওয়া হয়না বেশির ভাগ ক্ষেত্রে বলে তিনি জানান। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই আক্রমণের জবাবে বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এদিন পালটা প্রশ্ন তোলেন, বাংলার গণতন্ত্র নিয়ে। চাকরির অভাবে বেকারত্ব বাংলায় যে ক্রমাগত বেড়ে চলেছে, সে কথাও বলেন তিনি। এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, বাংলার মানুষ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে।

কারণ মানুষ আর এই সরকার চাইছেনা বলে দাবী করেন সৌমিত্র খাঁ। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল-বিজেপি রাজনৈতিক দ্বন্দ্ব যেভাবে প্রতিদিন বেড়েই চলেছে, তাতে আগামী বিধানসভা নির্বাচন যে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে রাজনৈতিক মহলের মতে, এবারের বিধানসভা নির্বাচন কোন পক্ষের জন্যই খুব সহজ হবেনা। রীতিমতো সেয়ানে সেয়ানে লড়াই হতে চলেছে সামনের দিনে। আর এই লড়াই কে জেতে সেদিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!