এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে! খতিয়ে দেখতে আবারও আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে হু হু করে! খতিয়ে দেখতে আবারও আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমনের সংখ্যা ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করেছে। আগের দিনের আক্রান্তের সংখ্যা পরের দিনকে কার্যত অতিক্রম করে যাচ্ছে। আর এই অবস্থায় বাংলার বেশ কিছু জায়গায় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফের লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার, ঠিক তখনই করোনা পরিস্থিতি সম্পর্কে তথ্য জোগাড় করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সূত্রের খবর, এই নিয়ে তৃতীয় দফায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদল রাজ্যের করোনা তথ্য জোগাড় করতে বাংলায় পা রাখতে চলেছে। জানা গেছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েনস, চন্ডিগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট এবং পুনের ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকদের নিয়ে গঠিত এই দল আগামী মাসের শুরুর দিকেই রাজ্যে আসবে। স্বভাবতই বাংলার পরিস্থিতি জানতে আইসিএমআরের এই প্রতিনিধি দল এবার রাজ্যে কোন কোন জায়গা পরিদর্শন করে, সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের। তবে ঠিক কোন দিন তারা বাংলায় পা রাখবে, সেই সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে প্রায় দুবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পরিদর্শনে আসা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ সামনে চলে আসে। তবে এবার আবার কেন্দ্রের পক্ষ থেকে এই প্রতিনিধিদল রাজ্যে আসায় নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী বলেন, “শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব সহ কোভিড অধ্যুষিত এলাকায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর কী কী ব্যবস্থা নেওয়া উচিত, সেই সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্যই এই পদক্ষেপ।” তবে যেভাবে রাজ্য হু হু করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, তাতে তা আটকানোর জন্য কেন্দ্রের এই প্রতিনিধি দলে এসে রাজ্যকে কোনো নির্দেশ বা উপায় বের করে দেয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!