এখন পড়ছেন
হোম > জাতীয় > হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ !এক লাফে পার ১৮হাজার দৈনিক সংক্রমণ, সতর্কতা জারি কেন্দ্রের !

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ !এক লাফে পার ১৮হাজার দৈনিক সংক্রমণ, সতর্কতা জারি কেন্দ্রের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   আবারও নতুন করে দেশ জুড়ে  দৈনন্দিন করোনা সংক্রমন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে , লাগাতার যেভাবে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে তা যথেষ্ট উদ্বেগারে কারণ হয়ে দাঁড়াচ্ছে । বর্তমানে যে হারে দৈনন্দিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে তাতে করোনার করোনা চতুর্থ ঢেউ কে ভাবাচ্ছে নতুন করে মনে করছেন গবেষকরা তবে এখনই এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত তেমনটা পাওয়া যাচ্ছে না কিন্তু যথেষ্ট উদ্বেগারে কারণ বলে মনে করছেন বিষেশজ্ঞরা।

দেশের দৈনন্দিন করোনা সংক্রমন ১৪ হাজার থেকে এক লাফে ১৮,০০০ পার হওয়ায় করোনা সংক্রমনের দুশ্চিন্তায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮১৯ জন। ইতিমধ্যেই করোনা সংক্রমনের বাড়বাড়ন্তকে রুখতে কেন্দ্রের থেকে আন্তর্জাতিক উড়োনের উপর বিশেষ নজরদারির নির্দেশিকা দেওয়া হয়েছে সেই সঙ্গে দেশের সমস্ত রাজ্য গুলিকে আরটি-পিসিআর পরীক্ষা বাড়াতে বলা হয়েছে এমনটা খবর সুত্র মারফৎ । এই মর্মে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানান বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে করো উপসর্গ দেখা গেলেই তাঁদের আইসোলেশনে পাঠাতে হবে । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!