এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হুগলির দ্বন্দ্ব মেটাতে এবার আসরে অভিষেক, নিলেন বিশেষ পদক্ষেপ!সফল হবেন কি ? উঠছে প্রশ্ন !

হুগলির দ্বন্দ্ব মেটাতে এবার আসরে অভিষেক, নিলেন বিশেষ পদক্ষেপ!সফল হবেন কি ? উঠছে প্রশ্ন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বার বার বার্তা দেওয়া হলেও কোনোমতেই গোষ্ঠী কোন্দল মিটতে দেখা যাচ্ছে না। প্রায় প্রতিনিয়ত হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরম আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে সম্প্রতি জেলা সভাপতি তপন দাশগুপ্ত বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যাচ্ছে জেলার একাধিক বিধায়ক এবং সাংসদকে। তাই এবার হুগলি জেলার তৃণমূলের অন্তর্কলহ মেটাতে পদক্ষেপ গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হুগলি জেলা তৃণমূলের এই অন্তর্কলহ মেটাতে এবার আসরে দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় নিজের অফিসে তিনি ডেকে পাঠিয়েছেন হুগলি তৃণমূলের শীর্ষ নেতাদের। আলোচনা করেই যাবতীয় বিরোধ মেটাতে তত্‍পর তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব।

দলের অবস্থা হুগলিতে খুব একটা ভালো নয় এবং গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার কারণে যে পরিস্থিতির আরো বেশি জটিলতা হয়ে যাচ্ছে, তা বুঝতে পেরেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সম্পূর্ণ রাশ নিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, হুগলির দুই বিধায়ক বেচারাম মান্না, প্রবীর ঘোষ এবং এক তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার ইতিমধ্যেই জেলা সভাপতির কাজে তীব্র অনাস্থা প্রকাশ করেছেন। যেখানে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল সকলকে নিয়ে বসে আলোচনা করতে হবে, সেখানে তাদের না জানিয়েই জেলা সভাপতি তপন দাশগুপ্ত একক ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে পুরনো কর্মীদের দলের সঙ্গে যুক্ত না করায় সমস্যা বাড়ছে বলে দাবি করেন প্রবীর ঘোষাল এবং বেচারাম মান্না। আর এই পরিস্থিতিতে দলের সমস্যা যখন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে এবং সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন এই সমস্যার সমাধান করতে গোটা পরিস্থিতি নিজের হাতে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মত রাজনৈতিক মহলের।

অনেকে বলছেন, একদিকে বিজেপি প্রভাব বাড়তে শুরু করেছে এবং অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এইভাবে যদি গোটা পরিস্থিতি চলতে থাকে, তাহলে বিজেপির মোকাবিলা করা অপেক্ষা তৃণমূল-তৃণমূল লড়াই সেই বিজেপির হাতে অস্ত্র তুলে দেবে। স্বাভাবিক ভাবেই এমত পরিস্থিতিতে যদি দলের তরফে গোষ্ঠী কোন্দল বন্ধ করবার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে ভবিষ্যতে সমস্যা আরও বাড়তে পারে। আর সেই দিকটি মাথায় রেখেই সরাসরি ময়দানে নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যে পর্যায়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে সকলকে নিয়ে বসে অভিষেকবাবু আদৌ এই সমস্যার সমাধান করতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!