এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > প্রভাবশালী বিজেপি নেতার স্ত্রীকে ধর্ষণ, ছেলেকে অপহরণের হুমকি চিঠি! উত্তাল রাজনৈতিক মহল!

প্রভাবশালী বিজেপি নেতার স্ত্রীকে ধর্ষণ, ছেলেকে অপহরণের হুমকি চিঠি! উত্তাল রাজনৈতিক মহল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পাচ্ছে। আগামী বিধানসভার মসনদ দখলের কারণে এমনিতেই তোড়জোড় শুরু করেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি। কিন্তু তার মধ্যেও বিরোধী দলগুলি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আনছে, যেগুলি রীতিমতো জল্পনার জন্ম দিচ্ছে। যেমন এদিন অভিযোগ এনেছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্ধার্থশংকর নস্কর।

সম্প্রতি তিনি অভিযোগ করেন, তাঁর নামে একটি বেনামি চিঠি এসেছে, যেখানে তাঁকে রীতিমত কড়া হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি চিঠি নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। সম্প্রতি নদীয়ার বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্ধার্থশংকর নস্কর অভিযোগ জানিয়েছেন, তাঁর নামে একটি হুমকি চিঠি এসেছে। যেখানে বলা হচ্ছে, তিন লাখ টাকা না দিলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হবে এবং তাঁর ছেলেকে অপহরণ করা হবে। ইতিমধ্যেই নবদ্দীপ থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে তিনি জানিয়েছেন এই প্রথমবার নয়, এর আগেও তিনি এরকম হুমকি চিঠি পেয়েছেন। অন্যদিকে নদিয়া উত্তরের বিজেপি সহ-সভাপতি গৌতম পাল জানিয়েছেন, তিনিও এরকম হুমকি চিঠি পেয়েছেন এবং সেখানেও তাঁর স্ত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ, মায়াপুর এলাকায়। দুই নেতাই হুমকি চিঠি প্রেরকের নামে অভিযোগ দায়ের করেছেন নবদ্বীপ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘটনার বিশদ বিবরণ দিতে গিয়ে নবদ্বীপ পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থশঙ্কর জানিয়েছেন, 24 সেপ্টেম্বর তিনি রেজিস্ট্রি ডাকযোগে একটি চিঠি পান এবং সেই চিঠিতে অকথ্য অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়। চিঠির মধ্যে তিন লাখ টাকা দাবি করা হয় এবং ওই টাকা না পেলে তাঁর স্ত্রী এবং ছেলের যে চরম বিপদ ঘটবে, সেকথাও জানানো হয়। তিনি জানিয়েছেন, দীর্ঘ এক বছর ধরেই তিনি এরকম বহু হুমকি চিঠি পেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। তাঁর বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এরকম হুমকি চিঠি বারবার আসছে?

অন্যদিকে গৌতম পাল জানিয়েছেন, তাঁকে যে হুমকি চিঠি দেওয়া হয়েছে, সেখানেও 3 লাখ টাকার দাবিসহ তাঁর স্ত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এবং দুই নেতাই এই ঘটনার পেছনে তৃণমূলের চক্রান্ত দেখেছেন। তবে নবদ্বীপের তৃণমূল নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, দীর্ঘদিন ধরে এই বিজেপি নেতারা হুমকি চিঠি পেলেও এতদিন পর্যন্ত কেন তাঁরা প্রশাসনের কাছে যাননি? কোন অভিযোগ কেন তাঁরা দায়ের করেননি এতদিন? প্রশ্ন যাই থাকুক না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ যে চড়ছে, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!