এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ-গড়ে বিজেপি-কংগ্রেসের ২ প্রভাবশালী নেতা সহ শয়ে-শয়ে কর্মী-সমর্থককে দলে নিল তৃণমূল

দিলীপ-গড়ে বিজেপি-কংগ্রেসের ২ প্রভাবশালী নেতা সহ শয়ে-শয়ে কর্মী-সমর্থককে দলে নিল তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি। ব্যাপক পরিমাণে উত্থান ঘটেছে ভারতীয় জনতা পার্টির। আর তারপর থেকেই চাপে পড়ে শিক্ষা নিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে, তার ব্যাপারে পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। কিভাবে বিরোধী দল ভাঙিয়ে নিজেদের দলে যোগদান করানো যাবে, তা নিয়ে নানা পরিকল্পনা করছে শাসক দল। আর তারই অঙ্গ হিসেবে এবার মেদিনীপুরে বিরোধী দলে ব্যাপক ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, রবিবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুড়গুড়িপালে তৃণমূলের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি, যুব তৃনমূলের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি অঞ্জন বেরা, ব্লক সভাপতি দিলীপ দে সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই অনুষ্ঠান থেকেই কংগ্রেসের অঞ্চল সভাপতি তপন তুংয়ের নেতৃত্বে 137 জন, স্থানীয় বিজেপি নেতা তপন খাটুয়ার নেতৃত্বে 24 জন এবং সিপিআইএমের প্রাক্তন প্রধান হেমব্রমের নেতৃত্বে প্রায় 150 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় তৃণমূলে বিপুল পরিমাণে কর্মী সমর্থক যোগদান করায় বিজেপি-সহ সমগ্র বিরোধীদল পশ্চিম মেদিনীপুর জেলায় যে চরম চাপে পড়ল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

বিশেষজ্ঞরা বলছেন, এই দল বদলের প্রভাব আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘরে যেমন সুফল এনে দেবে, ঠিক তেমনই বিজেপিকে বিড়ম্বনায় ফেলবে। তবে যেভাবে ভাঙা-গড়ার খেলা শুরু হয়েছে, তাতে তৃণমূলে‌ প্রচুর কর্মী সমর্থক যোগদানের পর বিরোধীদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে এবং তারা কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!