এখন পড়ছেন
হোম > রাজ্য > দিলীপ ঘোষকে গ্রেপ্তার করে দেখতে পারলে মুখ্যমন্ত্রীকে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

দিলীপ ঘোষকে গ্রেপ্তার করে দেখতে পারলে মুখ্যমন্ত্রীকে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কাজের বিনিময়ে অনায়াসেই পেতে পারেন ১০ লক্ষ টাকা পুরস্কার। কাজ টা আর কিছুই না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতার। পুরস্কার দেবে যারা ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদে ৮ই মার্চ কলকাতা শহরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙেছিল সেই খোদ ব়্যাডিক্যাল নামে এক সংগঠন। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও চারদিনের জেল হেফাজতের পর তাদের জামিন হয়। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে মূর্তি ভাঙার কারণের যথাযথ ব্যাখ্যা করতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘নৈরাজ্যবাদের বাহক’ বলে দাবি করে এরা বললেন,” মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে গ্রেফতার করলে তা একটি ভালো কাজ হবে। ব়্যাডিক্যাল ভালো কাজের পুরস্কার দেবে।” এদিন র‍্যাডিক্যাল নেতা বললেন , “শ্যামাপ্রসাদ দেশদ্রোহী। উচ্চবর্ণের ও জমিদার পরিবারের সন্তান শ্যমাপ্রসাদ আসলে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে দেশ ভাগে সাহায্য করেছেন। তিনি ভারত ছাড়ো আন্দোলন রদে ইংরেজদের সুবিধা করে দিয়েছিলেন। ” পাশাপাশি এদের অভিযোগ, লেনিনের মূর্তি যারা ভেঙেছিল তাদের মাত্র একদিন জেলে রাখা হয়েছিল। কিন্তু তাদেরকে চারদিন জেল খাটতে হয়েছে। জেলের মধ্যে তাদের অকথ্য অত্যাচার করা হয়েছে। অশ্রাব্য গালিগালাজ সহ্য করতে হয়েছে। মূর্তি ভাঙার অন্যতম সহকারী জুবির অভিযোগ, তাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এখানেই শেষ নয় আবার ও যদি কোথাও লেনিন বা পেরিয়ারের মূর্তি ভাঙা হয় তাহলে পথে নেমে প্রতিবাদ জানাবে বলেও কার্যত হুমকি দিয়েছে ব়্যাডিক্যাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!