এখন পড়ছেন
হোম > জাতীয় > নিজের দেওয়া ইফতার পার্টিতেই তীব্র বিতর্কের মুখে রাহুল গান্ধী, চূড়ান্ত কটাক্ষ বিজেপির

নিজের দেওয়া ইফতার পার্টিতেই তীব্র বিতর্কের মুখে রাহুল গান্ধী, চূড়ান্ত কটাক্ষ বিজেপির

দলীয় ব্যানারে উফতার পার্টির আয়োজন করেও বিতর্কের শিকার হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জানা যাচ্ছে গত ১৩ ই জুন কংগ্রেস দলের তরফ থেকে আয়োজিত এক ইফতার পার্টিতে এক মুসলিম সমর্থকের অনুরোধে কংগ্রেস সভাপতি ফেজ টুপি পরেন। কিন্তু পরক্ষণেই সেটা খুলে ফেলেন। এদিনের গোটা ঘটনা ক্যামারায় রেকর্ড হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যা পরে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী অতি আনন্দের সাথে এক মুসলিম সমর্থকের কাছ থেকে ফেজ টুপি নিয়ে পরেন। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই তিনি তা খুলে ফেলেন। কংগ্রেস সভাপতির এই কার্যকলাপ দেখে সমালোচনা করতে পিছপা হলো না গেরুয়া শিবির। এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা আব্বাস নকভি বললেন, ” কংগ্রেস সভাপতির এই ইফতার পার্টি শুধু অন্যের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। মুসলিমদের নিজেদের দলে টানার জন্যই এই ইফতার পার্টির আয়োজন। আর ছবি তোলার জন্য তিনি ওই ফেজ টুপি পরে ছিলেন।” উল্লেখ্য কংগ্রেস সভাপতি এই প্রথমবার দলের তরফে ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সারা দেশের অনেক আঞ্চলিক দলের নেতৃবর্গকে আমন্ত্রন করেছিলেন তিনি। এদিনের এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রতিভা প্যাটেল এবং প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!