এখন পড়ছেন
হোম > অন্যান্য > নতুন আতঙ্কের নাম এখন ILI! করোনা সংক্ৰমণ বাড়িয়ে দেবে বহুগুন? কি বলছেন বিশেষজ্ঞরা!

নতুন আতঙ্কের নাম এখন ILI! করোনা সংক্ৰমণ বাড়িয়ে দেবে বহুগুন? কি বলছেন বিশেষজ্ঞরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথাতে আছে একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর! এ যেন অনেকটাই তাই – একে করোনায় রক্ষে নেই, এবার ILI দোসর! করোনা আবহে ভারতের নতুন দুশ্চিন্তার কারণ হতে চলেছে ILI বা Influenza Like Illness বলে মনে করছেন বিশেষজ্ঞরা! কি এই ILI? আপাতত দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে এই ধরনের রোগের সন্ধান পাওয়া যাচ্ছে। ব্যাঙ্গালোর মিউনিসিপ্যালিটির স্পেশ্যাল কমিশনার তথা করোনা তত্ত্বাবধায়ক এম লোকেশ এই রজার কথা স্বীকার করে নিয়েছেন।

তিনি জানিয়েছেন ILI-তেও প্রাথমিক উপসর্গ হিসাবে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট জনিত উপসর্গ দেখা দিচ্ছে। কিন্তু তা করোনা নয়, কিন্তু এই উপসর্গ যখনই বেশিদিন শরীরে থাকছে যে শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। আর তারফলেই তা করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুন বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে এই রোগ সম্পর্কে বোঝা যাচ্ছিল না। ফলে জ্বর বা সর্দি-কাশিতে কাবু হয়ে অনেকেই বাড়িতে থাকছিলেন। পরে এইগুলি না কমায়, হাসপাতালে ভর্তি হন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানিয়েছেন, আর হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাথমিকভাবে তাঁদের শরীরে করোনা খুঁজে পাওয়া না গেলেও, কিছুদিন পরে থেকেই তাঁরা করোনা আক্রান্ত হতে শুরু করেন। অর্থাৎ ILI শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমিয়ে দিচ্ছে যে তা করোনা সংক্রমণের সহায়ক হয়ে যাচ্ছে। এম লোকেশ জানিয়েছেন, এই ঘটনা সামনে আসতেই ব্যাঙ্গালোরে ধীরে ধীরে করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। এখানে ঠিকঠাকভাবে লকডাউন পালন হওয়ায়, সংক্ৰমন যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল।

তিনি জানিয়েছেন, আগে ব্যাঙ্গালোরে দিনে গড়ে ২-৫ জন করে আক্রান্ত হতেন। কিন্তু এই ILI সংক্ৰমন শুরু হওয়ার পর সেই সংখ্যাটা একলাফে বেড়ে গেছে প্রায় দৈনিক ৪০-৫০ জনে। সবথেকে বড় কথা যখন লকডাউন চলছিল, তখন সোশ্যাল ডিস্ট্যানসিং ঠিক ভাবে পালিত হওয়ায়, কেউ করোনা আক্রান্ত হলে, তাঁর সাহচর্যে কারা এসেছেন খুব সহজেই খুঁজে বার করা যাচ্ছিল। কিন্তু ৮ ই জুন থেকে সবকিছু খুলে যাওয়ার ফলে, তা অনেক দুরূহ হয়ে গেছে। ফলে, আপাতত ব্যাঙ্গালোরের ঘুম ওড়াতে পারে ILI বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!