এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ইমরান খানের সাফল্যের পর তীব্র জল্পনা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, তিনি নিজে কী বলছেন

ইমরান খানের সাফল্যের পর তীব্র জল্পনা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, তিনি নিজে কী বলছেন

পাকিস্থান নির্বাচনে সাফল্যের মুকুট উঠল ইমরান খানের মাথায়। বিশ্বসেরা ক্রিকেটার থেকে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তিনি। তবে তাঁর পথ অনুসরণ করেই কি সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার রাজনীতিতে কেরিয়ার গড়তে চলেছেন? এই প্রশ্নকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। মহারাজের জবাব জানতে উৎসুক হয়ে আছে অনুরাগীরা।

তবে জবাবে অনুরাগীদের উৎসাহে জলই ঢেলে দিলেন তিনি। বুদ্ধিদীপ্ত উওরে জানালেন, এ প্রশ্ন তাঁর জন্য নয়,রাজনীতি তিনি বোঝেন না। রাজনীতির প্রশ্ন রাজনীতিকদের করার অনুরোধ করলেন তিনি। তবে তিনি রাজনীতি না বোঝার কথা প্রকাশ্যে বললেন রাজনীতির খবর যে রাখেন সে বিষয়ে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে,ইমরান খানকে পাকিস্থানের প্রধানমন্ত্রী হওয়া জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বলেছেন,’এতোদিনের লড়াই সফল হল। এবার পাকিস্থানের প্রধানমন্ত্রীত্ব। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।’ তিনি এখন ক্রিকেটারদের রাজনীতি করা নিয়েও বেশ খোঁজ খবর রাখছেন বলেই জানা গেছে। ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পরই জল্পনা তৈরি হয়েছে ‘প্রিন্স অব ক্যালকাটা’-র রাজনীতির অঙ্গনে প্রবেশ করার প্রসঙ্গে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

উল্লেখ্য,সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর খেলোয়ার জীবনে যেমন দক্ষতার সঙ্গে অধিনায়কত্ব সামলেন, তেমনি দক্ষতা সঙ্গে ক্রীড়া প্রশাসকের ভূমিকাও পালন করেছেন। খেলার জীবন থেকে অবসর নেওয়ার পর অতি অল্প সময়ের মধ্যেই সিএবি-র সর্বেসর্বা হয়ে উঠেছেন,এ শুধুমাত্রই তাঁর দক্ষতা এবং প্রতিভার গুনে। আর এই দায়িত্ব পালন করতে করতেই রাজনীতিকদের সঙ্গে বেশ সখ্যতাও তৈরি হয়েছে অন্দরে অন্দরে। বর্তমান সময়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বেশ ঘনিষ্ঠ পাত্রও হয়ে উঠেছেন। তা সত্ত্বেও সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন কীভাবে? এটা নিয়েও কৌতূহল কিছু নয় নেই দাদা-অনুরাগীদের মধ্যে। এরপর বিতর্কের পারা চড়েছে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হলে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির রমরম শুরু হলে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হয় যে,সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে চলেছেন। মহারাজের ছবির সঙ্গে পদ্মফুলের ছবি দিয়ে রীতিমতো পোস্টার তৈরি করে প্রচারের বন্যা বইয়ে দেয় বিজেপি সমর্থকরা। সে ছবি এখনো ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।

এরপর বিখ্যাত ক্রিকেটার ইমারন খানের রাজনীতিতে সফল উত্থানের প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সক্রিয় রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। তবে ক্রীড়া প্রশাসন সামলানো ব্যক্তিটি ভবিষ্যতে যে রাজনীতির ময়দানে নামতেও পারেন,এ আশা করা একেবারেই অযৌক্তিক নয়। তবে এখনই তিনি প্রত্যক্ষ রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছেন না,এমনটাই সাফ কথায় জানিয়ে দিয়েছেন ‘প্রিন্স অব ক্যালকাটা।’

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!