এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ইমরানের চাপ বাড়িয়ে এবার সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি মানবাধিকার আন্দোলনের নেতার

ইমরানের চাপ বাড়িয়ে এবার সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি মানবাধিকার আন্দোলনের নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই পাকিস্তান সরকারকে স্বৈরাচারী সরকার বলে অভিহিত করেন অনেকেই। ভারতসহ অনেক দেশই অভিযোগ করে, পাকিস্তান হল জঙ্গি ঘাঁটি। আর অনেকের অভিযোগকেই এবার মান্যতা দিয়ে বালুচিস্তানের মানবাধিকার আন্দোলনের নেতা সরাসরি চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। পরোক্ষভাবে পাকিস্তানের ইমরান সরকারের ওপর চাপ বাড়াতেই যে এই পদক্ষেপ সে ব্যাপারে নিশ্চিত সবাই। সম্প্রতি বালুচিস্তানের মানবাধিকার আন্দোলনের নেতা আয়ুব মির্জা সদ্যনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠালেন পাক সেনাদের মাত্রাতিরিক্ত অত্যাচার ও পাকিস্তান সরকার অধ্যুষিত জঙ্গী শিবির নিয়ে।

এই চিঠি সামনে আসামাত্রই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষের ওপর পাক সেনারা ব্যাপক অত্যাচার চালায় বলে অভিযোগ বহুদিনের। আর সেই অভিযোগকেই এবার সামনে নিয়ে এলেন বালুচিস্তানের মানবাধিকার আন্দোলনের নেতা। নির্বিচারে পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকদের ওপর পাশবিক অত্যাচার চালায় পাক সেনারা আন্দোলন দমনের নামে বলে অভিযোগ মির্জার। বালুচিস্তানের পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রায়শই আন্দোলন হয়। আর সেই আন্দোলন দমনের জন্য পাক সরকার অত্যাচারকেই একমাত্র অস্ত্র হিসেবে প্রয়োগ করে বলে দাবী বালুচিস্তানের নাগরিকদের একটি বড় অংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বালুচিস্তানের মানবাধিকার আন্দোলনের নেতা আয়ুব মির্জা অভিযোগ জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে ব্যাপকভাবে অত্যাচার চালাচ্ছে পাকসেনারা। স্থানীয় বাসিন্দাদের ওপর অত্যাচার চালানোর পাশাপাশি ওই অঞ্চলে একটির পর একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির খুলছে। পাশাপাশি পাকিস্তান সরকারের মদতেই এই জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলি চলছে রমরমিয়ে বলে দাবী মির্জার। অন্যদিকে ট্রাম্প সরকারের অবসানের পর আমেরিকার প্রেসিডেন্ট পদে নব নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর তাঁকেই এবার সরাসরি চিঠি দিলেন বালুচিস্তানের মানবাধিকার আন্দোলনের নেতা আয়ুব মির্জা। বিস্তারিতভাবে বালুচিস্তানের পরিস্থিতি তিনি জানিয়েছেন বাইডেনকে বলে জানা গেছে।

পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আমেরিকার নতুন প্রশাসন কথা বলে বালুচিস্তান নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক বলে দাবি মির্জার। পাকিস্তান সরকারের ওপর দীর্ঘদিন ধরেই জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। তবে পাকিস্তান এক বাক্যে সেগুলি অস্বীকার করেছে। কিন্তু এবার সরাসরি পাকিস্তানের মধ্যে থেকেই যেভাবে পাক সেনা এবং পাক সরকারের প্রতি অভিযোগ উঠলো, এবং তা বিশ্বের সামনে আসলো তা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর চাপ বাড়াতে যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার দেখার এই চিঠি পাওয়ার পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তান নিয়ে এবার কি পদক্ষেপ গ্রহণ করেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!