এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল আরও ৫! নতুন করে চেপে ধরছে আতঙ্ক!

গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল আরও ৫! নতুন করে চেপে ধরছে আতঙ্ক!

লকডাউনের বিজ্ঞপ্তি জারি করে, মানুষকে গৃহবন্দী করেও পশ্চিমবঙ্গে আটকানো গেল না করোনা আক্রান্তের সংখ্যা। 1, 2 করতে করতে এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়িয়ে গেল 15 তে। যা নিঃসন্দেহে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে সকলের। অনেকের চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে এটা দেখে যে, এই প্রথম রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন তিনজন শিশু এবং কিশোর।

আশ্চর্যজনকভাবে নয় মাসের একটি দুধের শিশু, 6 বছরের বাচ্চা মেয়ে এবং 11 বছরের একটি কিশোরের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। বস্তুত, এতদিন পশ্চিমবঙ্গে অনেক করোনা আক্রান্তের সংখ্যা পাওয়া গেলেও, সেভাবে কোনো শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু এবার প্রথম বাংলার শৈশবকেও আক্রান্ত করল করোনা। শুধু তাই নয়, একজন 27 বছর বয়স এবং একজন 45 বছর বয়স ব্যক্তিকেও করোনা আক্রান্ত করতে সক্ষম হয়েছে।

কিন্তু লকডাউনের পর যেখানে আশা করা হয়েছিল আর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে না, সেখানে কেন একই পরিবারের শিশু-কিশোর সহ দুই সদস্যের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল? জানা গেছে, উত্তরপ্রদেশের বাসিন্দা এই বাঙালি পরিবার গত 16 মার্চ দিল্লিতে একটি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, তাদেরকে 14 দিনের জন্য গৃহবন্দী থাকতে বলা হয়। কিন্তু সেই পরিবারের 27 বছরের এক তরুণী সেই নির্দেশকে উপেক্ষা করে নদীয়ায় চলে আসার পরেই তার জ্বর এবং কাশি শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই সেই তরুণী এবং তার পরিবারের 13 জনকে জেলা হাসপাতালের আইসোলেশন দপ্তরে নিয়ে যাওয়া হলে, নমুনা পাঠানোর পরেই শুক্রবার তাদের শরীরে করোনা পজেটিভ বাসা বেধেছে বলে রিপোর্ট আসে। আর এতেই রীতিমত চাঞ্চল্য তৈরি হয়। একই পরিবারের 5 জন ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার ঘটনা আসার সাথে সাথেই প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে আতঙ্ক।

এদিন এই প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী বলেন, “স্বাস্থ্য দপ্তরের করোনা মোকাবিলার টিমের জন্যই কাশির লক্ষণ দেখামাত্র মেয়েটি এবং তার পরিবারের সমস্ত লোকজনকে আমরা আইসোলেশন পাঠাতে পেরেছি। না হলে ওরা যে কতজনকে আক্রান্ত করতেন, তা ঈশ্বর জানেন।” বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি সত্যিই এই আক্রান্ত হওয়া ব্যক্তিরা আরো নানা মানুষের সংস্পর্শে আসতেন, তাহলে না জানি কত মানুষের শরীরে করোনা বাসা বাঁধত।

কিন্তু তা হয়নি বলে চিকিৎসকরা যে দাবি করছেন, তা কি আদৌ সত্যি!লকডাউনের মত বিজ্ঞপ্তি জারি করার পরেও, যেভাবে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা 15 তে পৌঁছে গেল, তাতে অদূর ভবিষ্যৎ যে অন্ধকারময় হয়ে উঠবে সকলের কাছে, তাতে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা‌। বিশেষ করে গত ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ বৃদ্ধি পাওয়ায় নতুন করে চেপে ধরছে আতঙ্ক!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!