এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতীয় নৌবাহিনীতে ভূতুড়ে উপদ্রব! জেনে নিন সেই অজানা কাহিনীর পরিসমাপ্তি হল কিভাবে!

ভারতীয় নৌবাহিনীতে ভূতুড়ে উপদ্রব! জেনে নিন সেই অজানা কাহিনীর পরিসমাপ্তি হল কিভাবে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমকালের জাতিয়তাবাদী শক্তির বহিঃপ্রকাশের দৃষ্টান্ত। বাংলাদেশকে সাহায্য করতে ভারতের সঙ্গে কিভাবে কাজ করেছিল রাশিয়া সেই সম্পর্কে সম্প্রতি সামনে এসেছে কিছু তথ্য।

১৯৭১ এর যুদ্ধে জয় শুধু যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় তা নয়। ভারতের এই জয় এসেছিল, নতুন বিশ্বের মহাশক্তি গুলির চোখ রঙানিকে উপেক্ষা করে। মার্কিন ও ব্রিটিশ চাপের বিরুদ্ধে তখন ভারত পাশে পেয়েছিল সোভিয়েত রাশিয়াকে।

এখন প্রায় অর্ধ শতক পেরিয়ে গেছে সেই ঘটনার। তখন ভারত ছিল মার্কিন শক্তির চক্ষুশূল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ছিল পাকিস্তানের বন্ধু। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে তাঁর বিদেশসচিব এর কথপকথন প্রকাশ পায়ে বর্তমানকালে এছাড়াও তথ্য এসেছে ভারতীয় বিদেশমন্ত্রকের প্রকাশিত একটি রিপোর্টে। সেই রিপোর্ট থেকে খুব সহজেই বোঝা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত বিদ্বেষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র শুধু যে নিজে শুধু আকাশ ও জল পথে সামরিক সাহায্য করেছে তাই নয়, ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব এমনকি চিনকেও ভারতের বিরুদ্ধে ব্যাবস্থা করে। মার্কিন ও ব্রিটিশ নৌবহর নিউক্লিয়ার বোমা সমেত উপস্থিত হয়, বঙ্গোপসাগর এবং আরব সাগরের সীমানায়।

এই প্রবল চাপের কাছে ভারতীয় সেনাবাহিনী একটুও বিচলিত হয়নি। বরং তারা কার্যত গুড়িয়ে দেয় পাকিস্তানি সেনা বাহিনীকে। অন্যদিকে, ইন্দিরা গান্ধীর নির্দেশে মস্কোকে বার্তা পাঠানো হয়। ইন্দিরা গান্ধীর বার্তায় সাড়া দিয়ে সোভিয়েত রাশিয়া তাদের নিউক্লিয়ার শক্তিসম্পন্ন নৌবহর পাঠাল ভারত মহাসাগরে। এর ফলে ভারত মহাসাগরের বুকেই এক মহাযুদ্ধ যখন আসন্ন মনে হচ্ছিল, তখনই মার্কিন ও ব্রিটিশ শক্তি পিছুপা হাঁটে।

এরই সঙ্গে ৭১ এর যুদ্ধে ভারতের জয় নিশ্চিত হয়। জল, স্থল, ভূমি সর্বক্ষেত্রেই পাকিস্তান মুখ থুবরে পড়ে। ভারতের এই জয় বিশ্ব রাজনীতিতে ভারতকে তার স্থান দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!