এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিশ্বভারতী কাণ্ড নিয়ে এবার বিতর্ক বাড়ালেন রাজ্যের মন্ত্রী, জেনে নিন বিস্তারিত!

বিশ্বভারতী কাণ্ড নিয়ে এবার বিতর্ক বাড়ালেন রাজ্যের মন্ত্রী, জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিশ্বভারতীতে পৌষ মেলার মাঠে প্রাচীর ভেঙে দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে ঘটনায় নাম জড়িয়ে পড়ে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক সহ একাধিক তৃণমূল নেতার। বিশ্বভারতী কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে প্রাচীর তৈরি করা হয়। কিন্তু পে লোডার এনে শনিবার সেই প্রাচীর ভেঙে দেওয়ার কাজে উস্কানি দিতে দেখা যায় তৃণমূল বিধায়ক নরেশ বাউরি।

আর এর পরেই বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়‌। এমনকি গোটা ঘটনায় প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে‌। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। পাশাপাশি পৌষমেলার মাঠে প্রাচীর চাই না বলে রবীন্দ্রনাথের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার বিশ্বভারতীকে নিয়ে মন্তব্য করে রীতিমত বিতর্ক বাড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রাচীর ভাঙ্গার অভিযোগ তুলে বিশ্বভারতী কর্তৃপক্ষ সরব হলেও এদিন দলীয় বিধায়কের পাশেই দাঁড়াতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। এদিন তিনি বলেন, “ভুবনডাঙ্গার মাঠের সঙ্গে বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে আছে। ভিসি সাধারন নাগরিকদের সঙ্গে কথা বলতে পারতেন। মানুষের আবেগের কথা তিনি মাথায় রাখেননি। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত তিনি কেন নিতে গেলেন? মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারেনি। তৃণমূলের বিধায়ক এলাকার মানুষ। তিনি মানুষের আবেগকে না গুরুত্ব দিলে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তাই গিয়েছিলেন।”

কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তো শুধু তৃণমূলের নেতা নন, তিনি তো রাজ্যের একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধিত্ব দলমত নির্বিশেষে সকলের। সেক্ষেত্রে বিশ্বভারতীর এই ঘটনা নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, যেভাবে প্রাচীর ভাঙার ঘটনায় তৃণমূল বিধায়কের নাম জড়িয়েছে, তাতে তিনি কেন অভিযুক্তের পক্ষ নিতে গেলেন! এখন তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে এবার বিশ্বভারতী নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!