এখন পড়ছেন
হোম > জাতীয় > বিস্ময় ভারত! আজও পেট চালাতে চায়ের দোকান চালান মুখ্যমন্ত্রীর দিদি

বিস্ময় ভারত! আজও পেট চালাতে চায়ের দোকান চালান মুখ্যমন্ত্রীর দিদি


ভাই মুখ্যমন্ত্রী কিন্তু দিদি আজও উত্তরাখণ্ডে স্থানীয় পার্বতী মন্দিরের সামনে চায়ের দোকান চালান ও ঠাকুরের প্রসাদ আর পূজোর জিনিসপত্র বিক্রি করেন। যোগী আদিত্যনাথ। আজ তিনি মুখ্যমন্ত্রী। তাঁর আশেপাশে রয়েছে কয়েকশ নিরাপত্তারক্ষী। তার কথাই বলা হচ্ছে এখানে। উত্তরাখণ্ডের বাসিন্দা যোগী আদিত্যনাথের ছিল সাত ভাই বোন। ২২ বছর বয়সে পঞ্চম সন্তান অজয় সিংহ বিস্ত সন্ন্যাস নিতে তিনি চলে আসেন গোরক্ষপুর, এবং সন্ন্যাস গ্রহণের পর নাম হয় যোগী আদিত্যনাথ।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আদিত্যনাথের দিদি শশীর বিয়ে হয় উত্তরখণ্ডের কোঠার গ্রামে পূরণ সিংহের সঙ্গে। বর্তমানে শশী তিন ছেলেমেয়ের মা। যোগীর জীবন বদলালেও তাঁদের জীবন এখনও বদলায়নি। দিদি শশী আক্ষেপ করে সংবাদমাধ্যমকে জানান, ছোটবেলা থেকেই অন্য রকম ছিলেন যোগী। সংসারের দিকে নজর ছিল না। ছোটবেলা থেকেই মানুষকে সেবা করার ইচ্ছে ছিল তার মনে। এভাবেই একদিন সত্যি করেই সংসার ছেড়ে চলে যান যোগী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে। তারপর থেকেই ভাইয়ের দেখা পাওয়ার জন্যে সবরকম চেষ্টা চালাতেন দিদি শশি। গতবছর ভাইয়ের সাথে শেষ দেখা হয় তার। কিন্তু আজ ভাই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানার পরেও সেই আগের বাহিকে খুঁজছেন তিনি। ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!