এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক এর পর মুখ খুললেন মোদী,জেনে নিন কি বললেন তিনি

ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক এর পর মুখ খুললেন মোদী,জেনে নিন কি বললেন তিনি

পুলওয়ামা জঙ্গী হামলার দু সপ্তাহের মধ্যে নজরকাড়া প্রতিশোধ নিয়েছে ভারত। ভারতীয় ৪২ জন সেনা জওয়ানের উপর হামলার জবাব সীমান্ত টপকে গিয়ে ৩০০ জন জঙ্গির প্রাণের বিনিময়ে নিল ভারত সরকার। ভারতীয় বায়ু সেনা মিরাজ ২০০০ ভেঙে গুড়িয়ে দিয়ে এল জইশের জঙ্গি ঘাঁটি।

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গী হামলার জবাব এভাবে দিতে পেরে স্বভাবতই চূড়ান্ত আত্মবিশ্বাসী হয়ে পড়লেন মোদী৷ খুশির জোয়ারে ভাসল গোটা দেশ। আজকের দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ বলেই রাজস্থানের চুরুর জনসভা থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় আগত সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বললেন,”আজ আপনাদের মেজাজ কিছুটা অন্যরকম লাগছে।” ভারতীয় বায়ুসেনার স্ট্রাইকের পর এভাবেই সরব হলেন মোদী।

গর্জে উঠে বললেন,“দেশবাসীর কাছে আমার শপথ, দেশের মাথা নত হতে দেব না। শহিদদের বলিদান বৃথা যায়নি।’‌ তবে পাকিস্তানে বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি নমো। কিন্তু সমর্থকদের কিছুতেই হতাশ হতে দেননি মোদী৷ ইঙ্গিতেই যা বলার বলে দিলেন এদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর করতালিতে মুখরিত হয়ে যায় সভাক্ষেত্র। মোদী,মোদী শ্লোগানের অনুরণন ওঠে। তারপরই সভা থেকে শোনা যায় প্রধানমন্ত্রীর সেই চিরাচরিত স্বর। নিজের দু হাত উঁচু করে দেশবাসীর উদ্দেশ্য বলেন,”হাত মুঠো করে বলুন,ভারত মাতা কি…।” সম্মিলিত জনস্রোত থেকে আওয়াজ আসে,’জয়’। এরপর মোদী মৃদু হেসে বলেন,”আমি বুঝতে পারছি কেন আপনার আজ এতো উজ্জীবিত।”

সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মধ্যে ঢুকে পাক জঙ্গী সংগঠন ধ্বংস করার ভারতীয় বায়ুসেনার গৌরবান্বিত অভি্যানের উল্লেখ না করেই মোদী এদিন বলেন,”মাটি শপথ করে বলছি, দেশকে শেষ হতে দেব না। আমি এই দেশকে থামতে দেব না, দেশকে ঝুঁকতে দেব না”। প্রধানমন্ত্রীর কথায়,”আমরা বিভ্রান্ত হব না। আটকে যাব না। যা কিছু হোক দেশকে শেষ হতে দেব না”। মোদী মনে করিয়ে দেন,দেশের থেকে বড় তাঁর কাছে আর কিছুই নেই।

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য,”আজ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন দেশ সুরক্ষিতের হাতেই রয়েছে।” অন্যদিকে,বায়ুসেনার সাফল্যের কথা স্মরণ করে মোদি এদিন বলেছেন, “দেশকে থেমে থাকতে দেব না। দেশ যে আজ সুরক্ষিত রয়েছে তার বড় প্রমাণ এই প্রত্যাঘাত। ‌প্রত্যেক ভারতবাসীর জয় হবেই।’‌’

প্রসঙ্গত,গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তী নগরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অন্তত ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন জঙ্গী হামলায়। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এসে কনভয়ে ধাক্কা মারে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক জঙ্গি আদিল। তারপর পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী ছাড়পত্র দিয়ে দেন মোদী।

এরপর মঙ্গলবার ভোর ৩ টে ১২ নাগাদ ভারতীয় বায়ুসেনা মিরাজ ২০০০ আক্রমণ করে পাক জঙ্গী ঘাঁটিতে। ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, ১০০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে সন্ত্রাসবাদীদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেয় তাঁরা। হামলাটি পাক-অধিকৃত কাশ্মীরের খাইবার-পাখতুনওয়া এলাকায় চালানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!