এখন পড়ছেন
হোম > অন্যান্য > ক্রমশ বাড়ছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নতুন আশঙ্কা আরও দুই রাজ্যে। জানুন বিস্তারিত

ক্রমশ বাড়ছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নতুন আশঙ্কা আরও দুই রাজ্যে। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে প্রায় এক বছর থাকার পর ভাইরাসের প্রাদুর্ভাবের খবর শুনলেই বুকটা দুরু দুরু করে ওঠে। কিন্তু বিধি বাম, নতুন বছরের শুরুতেই মাথাচাড়া দিয়েছে বার্ড ফ্লু ভাইরাসের আক্রমণ। দেশের নানান প্রান্তে মরছে হাজারে হাজারে পাখী। কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশের পর এবার গুজরাট এবং হারিয়ানা তেও খোঁজ মিলেছে বার্ড ফ্লু এর।

বছরের শুরুতেই রাজস্থানের বিভিন্ন জেলায় বহুল সংখ্যক কাক মরতে দেখা যায়। পরীক্ষায় পাঠানো হলে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া যায় মৃত পাখীর শরীরে। এঘটনার পর সে রাজ্যে সতর্কতা জারি করা হয়। ইতিমধ্যে মধ্যপ্রদেশে হানা দিয়েছে ভাইরাস। সে রাজ্যের পশুপালন বিভাগের সূত্রে জানানো হয়েছে আনুমানিক ৪০০ কাক বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে রাজ্যের ৭-৮টি জেলায়।

কেরালার কট্ট্যাম, আলপুঝা জেলার বেশ কিছু অঞ্চলে বার্ড ফ্লু প্রাদুর্ভাব রাজ্য ভিত্তিক সতর্কতা জারি করা হয়েছে। কেরালা সরকার ইতিমধ্যেই বার্ড ফ্লু প্রাদুর্ভাবে, রাজ্য ভিত্তিক বিপর্যয় ঘোষণা করেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেরালায় ইতিমধ্যেই দুই ক্ষতিগ্রস্ত জেলায় আক্রান্ত হাঁস মুরগী মারার কাজ শেষ হয়েছে। হিমাচল প্রদেশে প্রায় ১৮০০ পরিযায়ী পাখি মরে পড়ে থাকতে দেখা যায় পং দাম লেক অভয়ারণ্যে। নমুনা পরীক্ষার পর তাদের শরীরেও বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাস পাওয়া জেছে। এই ঘটনার পর হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে হাঁস, মুরগীর কেনা, বেচা, রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও, গুজরাটের যুনগড় জেলায় পরিযায়ী পাখির শরীরে বার্ড ফ্লু ভাইরাসের হদিশ মিলেছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। সুরাট, ভাদোদারা সহ একাধিক জায়গায় মৃত পাখীর শরীরে ভাইরাসের খোঁজ চলছে। হরিয়ানার পাঞ্চকুলা জেলায় দুটি পোলট্রি তে বার্ড ফ্লু এর সন্ধান মিলেছে। বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর হরিয়ানায় সংক্রমিত পোলট্রি তে পাখি মারার কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যেই, উত্তর প্রদেশের পৌঁছে গেছে বার্ড ফ্লু এর এর ফ্লু এর এর ভাইরাস। বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পরে নিশ্চিত হওয়ার পরে কানপুরের চিড়িয়াখানা রবিবার বন্ধ করে দেওয়া হয়। চিড়িয়াখানার কিছু মৃত পাখির শরীরে জীবাণু পাওয়া গেছে বলে জানা যায়, এবং সংক্রমিত পাখি মারার কাজ শুরু হয়েছে।

এবারে বার্ড ফ্লু এর খোঁজ মিলল মহারাষ্ট্রে এবং দিল্লিতেও। মহারাষ্ট্র অষ্টম রাজ্য দেশে যেখানে বার্ড ফ্লুয়ের জীবাণু মিলেছে। মহারাষ্ট্রে একটি গ্রামে ৮০০ মুরগি মারা যায় তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তাতে বার্থডে জীবাণু আছে বলে জানা যায়। ইতিমধ্যে নবম রাজ্য হিসেবে দিল্লিতেও বার্ড ফ্লু এর হদিস পাওয়া গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, হু (WHO) এর তরফে জানানো হয়েছে ভারতে পাখিদের মধ্যে একটি অতি সংক্রমক ফ্লু এর প্রাদুর্ভাব ঘটেছে। হু এর তরফে আরও জানানো হয়েছে, ডিম কিংবা হাঁস মুরগির মাংস খাওয়া নিরাপদ। তবে তা ভালোভাবে রান্না করে খেতে হবে। ভালোভাবে রান্না করা হলে ভাইরাস বেঁচে থাকতে পারে না। ভাইরাস তাপমাত্রা বৃদ্ধিতে সংবেদশীল, ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ভালোভাবে রান্না করলে ভাইরাস নষ্ট হয়ে যায়। অসুস্থ বা মৃত পাখীর থেকেই সর্বাধিক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!