এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতের সঙ্গে যুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি চীনের? জমা করছে বিশাল ফৌজ? মার্কিনি রিপোর্টে তুলকালাম

ভারতের সঙ্গে যুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি চীনের? জমা করছে বিশাল ফৌজ? মার্কিনি রিপোর্টে তুলকালাম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগে সেনা সূত্রে জানা গিয়েছিল যে পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে চীনা সৈন্য। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে দেওয়া হয়। সেইসময় বিপরীতপন্থীদের ঢুকতে বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে একপ্রস্থ সংঘর্ষও হয় বলে জানা যায়।

এর আগে ২৯শে আগস্ট ও ৩০শে আগস্ট রাতেও ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলেও সেনার তরফে আগে জানানো হয়েছিল। তবে সেই চেষ্টাকে আপাতত রোখা গেছে বলে মনে হলেও সম্প্রতি নতুন একটি সমীক্ষা কিন্তু অন্য আশঙ্কাই প্রকাশ করছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার এশিয়া সফর শেষে নিজের দেশে ফিরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে চিনের বিষয়ে কথা বলার পরেই লাদাখ সীমান্তে বেজিংয়ের আগ্রাসী মনোভাবের কড়া সমালোচনা করতে দেখা গেছে মাইক পম্পেওকে। বস্তুত, চিনা সৈন্যের কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির পক্ষে চীনের এহেন আচরণ বেশ চিন্তার কারণ হয়ে উঠছে বলেও মার্কিন বিদেশসচিবকে উল্লেখ করতে দেখা গেছে।

এ প্রসঙ্গে তিনি এদিন জানান যে, চীন নাকি উত্তর ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ৬০ হাজার সেনা মোতায়েন করেছে। ভারতীয় সেনা জওয়ানরা তা দেখেওছেন। ইতিমধ্যেই দক্ষিণ চিন সাগর ও এশিয়ার বিস্তীর্ণ এলাকায় চীনের সামরিক আগ্রাসন নীতির ফলে অস্বস্তি তৈরি হয়েছে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোতে। বেজিং এমনই পরিস্থিতি তৈরি করেছে যে এই বিষয়ে এখন আলোচনার কোনও সময়ই দেওয়া যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মাইক পম্পেও বেশ গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেন বলে জানা গেছে। তাঁর কথায় চিনের কমিউনিস্ট পার্টির আচরণে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি অসুবিধা সৃষ্টি হয়েছে। তাদের আগ্রাসী আচরণ নতুন কিছু নয়। এর আগেও তাদের এই আচরণে অন্যদের অস্বস্তির কথা জানা গিয়েছিল।

এতদিন এই বিষয়ে কোনও পদক্ষেপ না করার চিন সুযোগ পেয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই এবার চিনের কমিউনিস্ট পার্টির আচরণের যোগ্য জবাব দিতে কোয়াডভুক্ত দেশগুলিকে একমত হতে বলা হয়েছে বলেই জানা গেছে। শুধু তাই নয়, সেই সঙ্গে তাদের এই লড়াইয়ে আমেরিকাও পাশে রয়েছে বলেই জানিয়েছেন আমেরিকার বিদেশ মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তাই চিনের এহেন আচরণের যোগ্য জবাব দিতেই মরিয়া হয়ে উঠেছে তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও মঙ্গলবার কোয়াড গ্রুপের সদস্যদেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে টোকিওতে বৈঠক করেন বলে জানা গেছে। এশিয়া ও গোটা বিশ্বে শান্তি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোয়াডভুক্ত দেশগুলির কী ভূমিকা হওয়া উচিৎ, সেই বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা যায়। আর সেখানেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে চিনের বিষয়ে কথা বলার পরে লাদাখ সীমান্তে বেজিংয়ের আগ্রাসী মনোভাবের কড়া সমালোচনা করতে দেখা যায় তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!