এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারত-চীন সীমান্তে পরিস্থিতি “নিয়ন্ত্রণে” আপাতত সবদিক শান্ত

ভারত-চীন সীমান্তে পরিস্থিতি “নিয়ন্ত্রণে” আপাতত সবদিক শান্ত


ভারত এবং চীনের মধ্যে বনিবনা খুব একটা নেই। সম্প্রতি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা নিয়ে ভারত এবং চীনের সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়েছিল। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সম্প্রতি এই পরিস্থিতিতে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। আর এহেন একটা পরিস্থিতিতে এবার চীনা বিদেশমন্ত্রীর মুখপাত্রের এক বার্তা নয়া মাত্রা যোগ করল।

সূত্রের খবর, চিনা বিদেশমন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের ভুখন্ডে সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার্থে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতি বজায় রাখতে আমরা দায়বদ্ধ। এখন ভারত-চীন সীমান্ত এলাকায় পরিস্থিতি মোটের ওপর স্থিতিশীল ও নিয়ন্ত্রাধীন। পারস্পরিক আলোচনার মধ্যে আমরা এই সমস্যার সমাধান করতে সক্ষম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর চীন-ভারতের সম্পর্কের দ্বৈরথের মধ্যেই চীনের বিদেশমন্ত্রীর মুখপাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানানোয় আপাতত সমস্যার সমাধান হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। একাংশের মতে, যদি সীমান্তে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ততা বাড়তে শুরু করত, তাহলে পরিস্থিতি আরও জটিল আকার নিত। সেদিক থেকে গোটা পরিস্থিতির সমাধান করতে দু দেশ এগিয়ে এসেছে বলেই দাবি একাংশের। আর তারপরেই চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফ থেকে এই বার্তা শোনা গেল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!