এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > BREAKING NEWS – ভারতে করোনা আক্রান্ত হাজার ছাড়ালো, গোটা বিশ্বে সাড়ে ৬ লক্ষ, মৃত ৩০ হাজার

BREAKING NEWS – ভারতে করোনা আক্রান্ত হাজার ছাড়ালো, গোটা বিশ্বে সাড়ে ৬ লক্ষ, মৃত ৩০ হাজার

করোনা ভাইরাসের ভয়াল থাবায় গোটা বিশ্ব কার্যত অবরুদ্ধ। কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন করেও আটকানো যাচ্ছে না এর গতি। যেসব দেশে গোষ্ঠী সংক্ৰমণ শুরু হয়ে গেছে বা তৃতীয় অথবা চতুর্থ স্টেজে পৌঁছে গেছে করোনা সংক্ৰমণ – সেখানে অবস্থা আরও ভয়ানক।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে ৬ লক্ষ! একনজরে দেখে নিন করোনার ভয়ানক আক্রমনের শেষ পাওয়া তথ্য –

১. বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা – ৬ লক্ষ ৬৪ হাজার ২৯০
২. বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা – ৩০ হাজার ৮৯০
৩. চিকিৎসায় সাড়া দিয়ে ভালো হয়েছেন – ১ লক্ষ ৪২ হাজার ৩৬৬
৪. বর্তমানে মোট চিকিৎসাধীন – ৪ লক্ষ ৯১ হাজার ৩৪
৫. অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা – ২৫ হাজার ২০৭

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে যে সব দেশে –
১. আমেরিকা – ১,২৩,৭৭৪
২. ইতালি – ৯২,৪৭২
৩. চীন – ৮২,২৩০
৪. স্পেন – ৭৩,২৩৫
৫. জার্মানি – ৫৭,৬৯৫
৬. ফ্রান্স – ৩৭,৫৭৫

৭. ইরান – ৩৫,৪০৮
৮. ইংল্যান্ড – ১৭,০৮৯
৯. সুইজারল্যান্ড – ১৪,০৭৬
১০. নেদারল্যান্ড – ৯,৭৬২
১১. দক্ষিণ কোরিয়া – ৯,৫৮৩
১৩. বেলজিয়াম – ৯,১৩৪

১৩. অস্ট্রিয়া – ৮,২৭১
১৪. তুরস্ক – ৭,৪০২
১৫. কানাডা – ৫,৬৫৫
১৬. পর্তুগাল – ৫,১৭০
১৭. নরওয়ে – ৪,০৩২
১৮. অস্ট্রেলিয়া – ৩,৯৬৯

১৯. ব্রাজিল – ৩,৯০৪
২০. ইজরায়েল – ৩,৬১৯
২১. সুইডেন – ৩,৪৪৭
২২. চেক রিপাবলিক – ২,৬৬৩
২৩. আয়ারল্যান্ড – ২,৪১৫
২৪. মালয়েশিয়া – ২,৩২০

২৫. ডেনমার্ক – ২,২০১
২৬. চিলি – ১,৯০৯
২৭. লুক্সেমবার্গ – ১,৮৩১
২৮. ইকুয়েডর – ১,৮২৩
২৯. জাপান – ১,৬৯৩
৩০. পোল্যান্ড – ১,৬৩৮

৩১. পাকিস্তান – ১,৪৯৫
৩২. রোমানিয়া – ১,৪৫২
৩৫. থাইল্যান্ড – ১,৩৩৮
৩৩. রাশিয়া – ১,২৬৪
৩৪. সৌদি আরব – ১,২০৩
৩৫. দক্ষিণ আফ্রিকা – ১,১৮৭
৩৬. ফিনল্যান্ড – ১,১৬৭

৩৭. ইন্দোনেশিয়া – ১,১৫৫
৩৮. ফিলিপিন্স – ১,০৭৫
৩৯. গ্রীস – ১,০৬১
৪০. ভারত – ১,০৪০ (মৃত – ২৬, ঠিক হয়েছেন – ৮৬, চিকিৎসাধীন – ৯২৮)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!