এখন পড়ছেন
হোম > জাতীয় > ইন্ডিয়া গেটে বসবে নেতাজির মূর্তি,কেন্দ্রের এই সিদ্ধান্তকে কতটা সমর্থন করছে তৃণমূল?আসুন জেনে নিন

ইন্ডিয়া গেটে বসবে নেতাজির মূর্তি,কেন্দ্রের এই সিদ্ধান্তকে কতটা সমর্থন করছে তৃণমূল?আসুন জেনে নিন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন স্বাধীনতা আন্দোলনে নেতাজীর অবদানকে সম্মান জানাতে ইন্ডিয়া গেটে তাঁর একটি মূর্তি স্থাপন করা হবে। সেই মূর্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই স্থানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি হলোগ্রাম প্রজেক্ট করা হবে। টুইট করে তিনি জানিয়েছেন, সমগ্র জাতি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছে। এটা জানতে পেরে তিনি আনন্দিত যে, গ্রানাইট দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে। এটি তাঁর প্রতি ভারতের সম্মানের প্রতীক হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের এই পদক্ষেপ প্রসঙ্গে এবার বক্তব্য রাখলেন তৃণমূল নেতারা। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন, নেতাজীর মূর্তি বসবে এটা তো আনন্দের কথা। একজন দেশপ্রেমিক বাঙালি হিসেবে কেন্দ্রের এই কাজটি তিনি সমর্থন করছেন। কিন্তু তিনি প্রশ্ন করেছেন, যিনি নেতাজীর মূর্তি বসাচ্ছেন তিনি নেতাজী সম্পর্কিত বাংলার ট্যাবলোকে কেন বাতিল করে দিচ্ছেন? নেতাজীকে তিনি সমর্থন জানাচ্ছেন অথচ অমর জওয়ান জ্যোতি তিনি নিভিয়ে দিচ্ছেন, তাঁর এই পদক্ষেপ পরস্পর বিরোধী।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন, নেতাজীর মূর্তি যেখানেই বসানো হবে, তাকে তিনি স্বাগত জানাবেন। কিন্তু এক্ষেত্রে তিনি সংযোজন করতে চান যে, কে বসাচ্ছেন? আর কেন এই মূর্তি বসাচ্ছেন? তিনি জানান, নিজেদের মুখ রক্ষার জন্য নেতাজিকে সামনে আনছে কেন্দ্র সরকার, কিন্তু বাংলাকে বাদ দেয়া হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!