এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > দেশকে বাঁচাতে চীন থেকে নিয়ে আসা হল বড়সড় চিকিৎসার সামগ্রী! জেনে নিন বিস্তারিত!

দেশকে বাঁচাতে চীন থেকে নিয়ে আসা হল বড়সড় চিকিৎসার সামগ্রী! জেনে নিন বিস্তারিত!

করোনা ভাইরাসকে আটকাতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যত দিন যাচ্ছে, ততই ভারতবর্ষের অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, ঠিক তেমনই বাড়ছে মৃতের সংখ্যা। আর এই পরিস্থিতিতে এই ভাইরাস যাতে ছড়িয়ে যেতে না পারে, তার জন্য দেশজুড়ে লকডাউন চলছে। কিন্তু তা সত্ত্বেও, কিছু মানুষ সেই নিয়মকে উপেক্ষা করছেন।

যার ফলে তৈরি হচ্ছে সমস্যা। গোটা বিশ্বের অন্যান্য দেশগুলো এই ব্যাপারে দায়ী করছে চীনকে। আর এমতাবস্থায় এবার ভারতবর্ষের অন্যতম রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এয়ার ইন্ডিয়া চীন থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী নিয়ে এল ভারতের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া এবং অসামরিক বিমান চলাচল, এই দুই দেশের মধ্যে চিকিৎসা সামগ্রী পরিবহনের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলস্বরুপ গত 4 এপ্রিল এয়ার ইন্ডিয়ার প্রথম কার্গো বিমান চীন থেকে 21 চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতের মাটিতে পা রাখে। আর করোনাতে যখন ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, ঠিক তখনই চীন দেশ থেকে চিকিৎসা সরঞ্জাম ভারতকে অনেকটাই সাফল্য পাইয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মূলত, এই চিকিৎসা সরঞ্জাম রাজ্যের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার জন্যেই বলে মনে করা হচ্ছে। কিন্তু কি কি রয়েছে চীন থেকে আসা এই বিমানে? জানা গেছে, মেডিকেল কিট মাস্ক, গ্লাভস এবং বাকি চিকিৎসা সামগ্রী ভারতে পাঠিয়েছে চীন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে এমনিতেই চিকিৎসা পরিকাঠামো অনেকটাই দুর্বল।

সেদিক থেকে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তা বাড়ছে গোটা দেশের‌। তাই এই পরিস্থিতিতে কার্গো বিমানে করে চীনের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে ভারতের দিকে এই সহযোগিতা অনেকটাই আলো দান করল বলে মত বিশ্লেষকদের। এখন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত করোনা লড়াইয়ে ভারতকে কতটা সাহায্য করে সেদিকেই আপাতত তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!