এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা মোকাবিলায় ভারত সেরা, আশার আলো শোনালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়!

করোনা মোকাবিলায় ভারত সেরা, আশার আলো শোনালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়!

কথায় আছে, ভারত আজ যা করে দেখায়, গোটা বিশ্ব আগামীকাল তা ভাবে। মাঝেমধ্যেই নেতাদের কথায় এই কথা উঠে আসে। তবে করোনা মোকাবিলায় ভারতবর্ষের প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদি যে সেই কথাকেই বাস্তব করে দেখাবেন, প্রথমদিকে তা কেউ কল্পনা করতে পারেনি। কেননা গোটা বিশ্বে করোনা ভাইরাস এমন আকার ধারণ করেছিল যে, কোনো দেশই তার প্রকোপ থেকে রক্ষা পায়নি। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সেই ভাইরাসের দাপট।

তবে পরবর্তীতে সেই দেশগুলোর পক্ষ থেকে সর্তকতা জারি করে লকডাউন করা হয়েছে। কিন্তু ভারতবর্ষে সেই করোনা ভাইরাস প্রবেশের সাথে সাথেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিয়েছেন ঐতিহাসিক সিদ্ধান্ত। টানা 21 দিনের জন্য দেশে লকডাউনের কথা ঘোষণা করেছেন তিনি। ভারতবর্ষে সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও বাড়ছে করোনা ভাইরাসের দাপট। তবে অন্যান্য দেশে যেভাবে করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতবর্ষ অনেকটাই পিছনের দিকে রয়েছে।

ফলে এর জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাহসী সিদ্ধান্তই সুফল এনে দিচ্ছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর জন্য বিশেষ কৃতিত্ব দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, অক্সফোর্ডের সূচক অক্সফোর্ড কোভিড 19 government-sponsored এর তথ্য বলছে, এই করোনা ভাইরাস মোকাবিলায় ভারত সরকার অত্যন্ত দ্রুততার সহকারে পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করার অঙ্গ হিসেবে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অক্সফোর্ডের মতে, এর মধ্যে রয়েছে, স্কুল-কলেজ বন্ধ করা, জমায়েত বন্ধ করাড় গণপরিবহন বন্ধ করা, সচেতনতা প্রচার, আন্তঃরাজ্য পরিবহন বন্ধ, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো, ওষুধ তৈরিতে বরাদ্দ এবং বেশ কিছু আর্থিক পদক্ষেপ। আর ভারত সরকার করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটাই এগিয়ে আছে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হল, তা কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে অনেকটাই এগিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন এই প্রসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, “আমাদের তথ্য পুরো বাস্তবটা তুলে ধরে না। কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যে তথ্য সংগ্রহ করেছি, তা করোনা মোকাবিলায় কার্যকরী হতে পারে। এই তথ্য দেখেই বোঝা যাবে, সরকারের কোন কোন পদক্ষেপ এই ভাইরাস মোকাবিলায় সবথেকে বেশি উপযোগী।” রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই তথ্য কেন্দ্রের বিজেপি সরকারকে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিল।

কেননা লকডাউন হওয়ার পরে যেটা সবচেয়ে চিন্তার বিষয় ছিল – তা হল, দেশের অর্থনৈতিক অবস্থার দ্রুত অবনতি। একদিকে, লকডাউনের ফলে কোনো আয় নেই, উল্টদিকে বাড়বে ব্যয়ের বহর। কেননা রাজ্যগুলিকে সাজাহয়ে করা ছাড়াও, স্বাস্থ্য ব্যবস্থায় ঢেলে উন্নতি করতে হবে। তার সঙ্গে আছে, দেশের নিম্নবর্তী মানুষ যেন না খেয়ে মরে তার চ্যালেঞ্জ! কিন্তু, সেসব সরিয়ে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দেশবাসীর সুরক্ষার জন্য যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, তা একথায় মানবিক। আর এমন একটা পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভারত সরকারের এমন উপযুক্ত পদক্ষেপকে সাধুবাদ জানানোয় মুখে হাসি ফুঠছে ভারতবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!