এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতের তিন এলাকা নেপালের মানচিত্রের দখলে, ভারত থেকে নেপালিদের হটাও উঠল আওয়াজ সোশ্যাল মিডিয়ায়, জোর শোরগোল

ভারতের তিন এলাকা নেপালের মানচিত্রের দখলে, ভারত থেকে নেপালিদের হটাও উঠল আওয়াজ সোশ্যাল মিডিয়ায়, জোর শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফের নতুন করে বিতর্ক তৈরি হল গোটা দেশে। এবার ভারতের তিন এলাকা নেপালের মানচিত্রে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই মানচিত্র নেপালের সংসদে পাস করানো হয়েছে বলেও খবর। আর তাতেই রীতিমত ক্ষুব্ধ ভারতের বিদেশমন্ত্রক। জানা গেছে, গত মাসে নেপালের পক্ষ থেকে একটি মানচিত্র প্রকাশ করা হয়। যেখানে ভারতের তিনটি অঞ্চলকে নেপালের বলে দাবি করা হয়। যার মধ্যে রয়েছে, কালাপানি, লিপু লেখ এবং লিম্পিআধুরা। আর এরপরই ধীরে ধীরে ভারত বনাম নেপালের সম্পর্কের তিক্ততা তৈরি হয়।

গত 8 মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ধারচুলা থেকে লেপু লেখ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করলে তার চরম বিরোধিতা করে নেপাল। যেখানে তারা দাবি করে, লেপুলেখ তাদের অংশ। আর তারপরেই তিন এলাকাকে নিজেদের বলে দাবি করে নেপালের পক্ষ থেকে একটি মানচিত্র প্রকাশ করা হয়। যা নিয়ে চরম বিরোধিতা করে ভারত। কিন্তু তারপরেও যেভাবে সেই মানচিত্র নিজেদের সংসদে পাশ করে দিল নেপাল, তাতে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে ভারতের তরফ থেকে নেপালকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা লক্ষ্য করেছি যে, নেপালের প্রতিনিধি পরিষদ ভারতীয় ভূখণ্ডের কিছু অংশ অন্তর্ভুক্ত করার জন্য নেপালের মানচিত্র পরিবর্তনের জন্য একটি সংবিধান সংশোধনী বিল পাস করেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এর পিছনে রয়েছে কৃত্রিমতা। পুরোপুরি নকলভাবে ওই মানচিত্র তৈরি করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে ভারতের তিন এলাকাকে নেপাল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে তা নিজেদের সংসদে পাস করে দিল, তাতে ভারতের পক্ষ থেকে এবার তাকে কেন্দ্র করে তীব্র আপত্তি জানানো হবে। যার পরিপ্রেক্ষিতে নেপালের সঙ্গে ভারতের চরম বিবাদের আশঙ্কা করছেন একাংশ।এদিকে এর প্রতিবাদে সরব নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়াতে পড়েছে একের পর এক পোস্ট। সাথেই পোস্ট পড়ছে নেপাল থেকে এখানে এসে যারা ব্যবসা, চাকরি, করছে টাকা পাঠাচ্ছে নেপালে তাদের ফেরত পাঠাও। ফলে নেপাল ভারত দ্বন্দ্ব আর শুধু রাজনীতিতে নেই এখন তা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

প্রসঙ্গত, নেপাল থেকে অনেক মানুষ ভারতে এসে কাজ করে তাদের পেট ভরাচ্ছে, অনেকেই আছেন ভারতে চাকরি, ব্যবস্যা করছেন। শহরতলিতে বেশিরভাগ বহুতলে, অফিসে নেপালি সিক্যুইরিটি হিসাবে কাজ করেন।এদিকে নেপালের ভারতের অংশ নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্তি নিয়ে যেভাবে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের তাতে সাধারণ এমনসূহের তরফ থেকে দাবি করা হচ্ছে যে , যে নেপালের নাগরিকরা ভারতে এসে নিজেদের কাজ করে নেপালের অর্থনীতি চাঙ্গা করছে তাদেরকে ফেরত পাঠানো হোক, একেই ভারতে বেকারের সংখ্যা কম নয় ফলে সেই কাজ গুলো ভারতবাসী করতে পারবে।

যদিও এই নিয়ে নেপালের বিরুদ্ধে কি ব্যাবস্থা নিতে চলেছে তা নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে উত্তেজনার পারদ যে চড়ছে তা বলার অপেক্ষা রাখে না।এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!